Advertisment

Chetla Building Collapse: বিপত্তির শেষ নেই! এবার মেয়র ফিরহাদ হাকিমের পাড়াতেই ভেঙে পড়ল বাড়ির একাংশ

Building Collapse: এর আগে শনিবার রাতেও এই একই ঘটনা ঘটেছিল উত্তর ২৪ পরগনার বিরাটিতে। একটি নির্মীয়মাণ বহুতলের একাংশের চাঙর আচমকা ভেঙে পড়ে। ওই সময়ে বহুতলের নীচে দাঁড়িয়েছিলেন এক মহিলা। বহুতলটির পাশের বাড়িতেই থাকতেন তিনি। নির্মীয়মাণ বাড়ির চাঙর মাথায় পড়ে মৃত্যু হয় ওই মহিলার। যদিও চেতলার ক্ষেত্রে হতাহতের খবর মেলেনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata Chetla Building Collapse

Chetla Building Collapse: এবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের পাড়াতেই ভেঙে পড়ল পুরনো বাড়ির কার্নিশ।

Chetla Building Collapse: ফের বাড়ির একাংশ ভেঙে পড়ে বিরাট বিপত্তি। এবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) পাড়াতেই একটি পুরনো বাড়ির কার্নিশ ভেঙে পড়ে। চেতলায় ৮২ নং ওয়ার্ডের ওই পুরনো বাড়ির কার্নিশ ভেঙে পড়ায় এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও এই ঘটনায় হতাহতের খবর মেলেনি।

Advertisment

গার্ডেনরিচ (Garden Reach), বিরাটির (Birati) পর এবার চেতলা (Chetla)। রবিবার ভোরে আচমকা চেতলার পরমহংস দেব রোডের একটি পুরনো বাড়ির কার্নিশ ভেঙে পড়েছে। ওই সময়ে বাড়িটির নীচে একটি গাড়ি দাঁড়িয়েছিল। কার্নিশের চাঙর গাড়িটির উপর ভেঙে পড়ে সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে, পুরনো বাড়িটির কার্নিশ ভেঙে পড়ার ঘটনায় তুমুল আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বাড়িটি পুরনো ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। 'বিপজ্জনক' ওই বাড়িটির ব্যাপারে পুর কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ তাঁদের। এদিন ভোরে ওই দুর্ঘটনা না ঘটে দিনের ব্যস্ত সময়ে তা ঘটলে প্রাণহানির আশঙ্কাও থাকতে পারতো বলে মনে করছেন কেউ কেউ।

আরও পড়ুন- Birati Building Collapse News: বিরাটিতে বহুতলের চাঙর ভেঙে মৃত্যু: প্রোমোটারের বিরুদ্ধে কাঁপানো পদক্ষেপ পুলিশের!

উল্লেখ্য, শনিবার রাতেই উত্তর ২৪ পরগনার বিরাটিতেও একটি নির্মীয়মাণ বহুতলের একাংশের চাঙর আচমকা ভেঙে পড়ে। ওই সময়ে বহুতলের নীচে দাঁড়িয়েছিলেন এক মহিলা। বহুতলটির পাশের বাড়িতেই থাকতেন তিনি। নির্মীয়মাণ বাড়ির চাঙর মাথায় পড়ে মৃত্যু হয় ওই মহিলার। এরপরেই মৃতার স্বামী ওই বিল্ডিংয়ের প্রোমোটারের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেন। বহুতলটি বেআইনিভাবে তৈরি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সেই ঘটনায় রবিবারই ওই বিল্ডিযংরের প্রোমোটার-সহ মোট ৬ জনকে পুলিশ গ্রেফতার করেছে।

আরও পড়ুন- Aparupa Poddar: তলে-তলে BJP-র সঙ্গে কথা ‘পাকা’ অপরূপার? পদ্ম প্রার্থীর বিস্ফোরক দাবিতে তুমুল চর্চা!

সপ্তাহ খানেক আগেই কলকাতার গার্ডেনরিচে বেআইনি একটি বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে (Garden Reach Building Collapse)। মারাত্মক সেই দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। এদিকে, বেআইনি নির্মাণ নিয়ে ফের একবার সরব হয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও। তিনি বলেন, “আমার দুর্ভাগ্য যে এত চেষ্টা সত্ত্বেও দুর্ঘটনা এড়াতে পারছি না। আগামী দিনে এমন নিয়ম করব যাতে বেআইনি নির্মাণ করতে গেলে প্রোমোটারের পা কাঁপে।” যদিও এদিন ফের তাঁরই পাড়ায় ভেঙে পড়েছে পুরনো বাড়ির কার্নিশ।

আরও পড়ুন- Premium: তাবড় রাজ্যকে তুখোড় টেক্কা! অকল্পনীয় সাফল্য মুঠোয়! দুর্ধর্ষ দক্ষতায় ‘ভারতশ্রেষ্ঠ’ বাংলার শিক্ষক! 

Firhad Hakim kolkata news Chetla Building Collapse
Advertisment