Advertisment

চিৎপুরে কাপড়ের গুদামে বিধ্বংসী আগুন

বিধ্বংসী আগুন লাগল চিৎপুরে কাপড়ের গুদামে।এদিন সকাল ৮টা ১০ মিনিট নাগাদ আগুন লেগেছে বলে দমকল সূত্রে খবর। কী কারণে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata fire, কলকাতায় আগুন

বিধ্বংসী আগুন লাগল চিৎপুরে কাপড়ের গুদামে। প্রতীকী ছবি।

কলকাতায় ফের অগ্নিকাণ্ড। বিধ্বংসী আগুন লাগল চিৎপুরে কাপড়ের গুদামে। দমকলের ১৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিন সকাল ৮টা ১০ মিনিট নাগাদ আগুন লাগে বলে দমকল সূত্রে খবর। কী কারণে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। তবে শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে দাবি স্থানীয়দের একাংশের। অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই।

Advertisment

আরও পড়ুন, রাতের অন্ধকারে ভয়াবহ অগ্নিকাণ্ড গড়িয়াহাটে

উল্লেখ্য, কিছুদিন আগেই গড়িয়াহাটে একটি বহুতলে আগুন লাগে। যে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের অন্যতম নামী শাড়ির দোকান ট্রেডার্স অ্যাসেম্বলি। পুড়ে ছাই হয়ে যায় অসংখ্য শাড়ি-শাল। বিপুল পরিমাণে আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছিল। প্রায় ১২ ঘণ্টা পর দমকলের ২০টি ইঞ্জিনের চেষ্টায় গড়িয়াহাটের আগুন নিভেছিল। এর আগে গত বছর সেপ্টেম্বর মাসে বাগরি মার্কেটে বিধ্বংসী অগ্নিকাণ্ডের স্মৃতি এখনও টাটকা। বাগরির পরও শহরের বিভিন্ন প্রান্তে বারবার অগ্নিকাণ্ডের খবর সামনে এসেছে। কলকাতা মেডিক্যাল কলেজ, পার্ক স্ট্রিটের এপিজে হাউসেও আগুন লেগেছিল।

অন্যদিকে, গত মাসের ১১ তারিখ ঘোলায় এক প্লাস্টিকের চেয়ার তৈরির কারখানায় বিধ্বংসী আগুন লাগে। প্রায় ৪০ ঘণ্টা ধরে জ্বলেছিল কারখানার আগুন। চেয়ার কারখানার আগুন নেভাতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয়েছিল দমকলকে। অগ্নিকাণ্ডের জেরে কারখানায় আটকে ছিলেন পাঁচজন শ্রমিক। প্রায় তিন দিন পর কারখানা থেকে তাঁদের দেহাংশ উদ্ধার করা হয়। নিউটাউনের সাপুরজি মার্কেটেও আগুন লেগেছিল, যে ঘটনায় একজনের মৃত্যু হয়েছিল। বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় শহরবাসীর সুরক্ষা নিয়ে স্বভাবতই প্রশ্ন উঠছে।

kolkata news fire
Advertisment