Advertisment

"আমরা করব জয়, নিশ্চয়", গৃহবন্দি শহরকে গান গেয়ে উৎসাহিত করল কলকাতা পুলিশ

করোনাভাইরাসকে আটকাতে গৃহবন্দির লড়াই লড়ছে দেশ। সাদা ইউনিফর্ম দেখে ভয় ভয় চোখে তাঁদের দিকে তাকিয়ে থাকা শহরের বাচ্চারাও একই সঙ্গে গেয়ে উঠল, "আমরা করব জয়, নিশ্চয়"।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনাভাইরাসের দাপটে ঘরবন্দি হয়েছে কলকাতা-সহ গোটা রাজ্যে ও দেশ। ২১ দিনের লকডাউনের জীবনে ব্যস্ততাহীন কলকাতায় শহরবাসীকে উৎসাহ যোগাতে এবার গান গেয়ে পথে নামল পুলিশ। কী গান? "আমরা করব জয়" (উই শ্যাল ওভারকাম)।

Advertisment

পুলিশের সঙ্গে গলা মেলালেন শহরবাসীও। লকডাউনের জীবনে এ যেন হঠাৎই এক চমকপ্রদ ছোঁয়া। এমন চিত্রই দেখা গেল এন্টালি থানা এলাকায়। আইনের রক্ষকদের গলায় এমন গান শুনে উৎসাহিত শহরবাসীও। সাদা ইউনিফর্ম দেখে ভয় ভয় চোখে তাঁদের দিকে তাকিয়ে থাকা শহরের বাচ্চারাও একই সঙ্গে গেয়ে উঠল, "আমরা করব জয়, নিশ্চয়"। করোনাভাইরাসকে আটকাতে গৃহবন্দির লড়াই লড়ছে দেশ। সেই আবহে এমন ঘটনায় মজেছে কলকাতার মানুষও।

আরও পড়ুন: করোনায় বাংলা যা করে দেখিয়েছে, তা একটা মডেল: মমতা

এমনকি অঞ্জন দত্তের জনপ্রিয় গান‘বেলা বোস’ গানের সুরের মধ্যে কথা বেঁধেছে কলকাতা পুলিশ। যাতে উল্লেখ আছে, উপসর্গ কী কী দেখা গেলে আপনি সোজা চলে যাবেন হাসপাতালে। একইসঙ্গে রয়েছে অনুরোধ- “২১ দিনে ছোট্ট অপেক্ষায়/ আর কিছুদিন তারপর বেলা মুক্তি/কলকাতার সব জমজমাট বাজার/ছোট বড় ওই দোকানেতে ভরা /তোমার আমার লাল নীল সংসার”

সম্প্রতি হুহু করে ভাইরাল হচ্ছে এই গান। ভিডিওতে দেখা যাচ্ছে, হাতে মাইক নিয়ে দাঁড়িয়ে সাদা উর্দির এক পুলিশ গান করছেন। বাকিরা ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে হাত তুলে গানের সাথে সাথে দুলছেন। একই কাজ করছেন প্রতিবেশীরাও।

coronavirus kolkata police
Advertisment