Advertisment

রাজারহাট-নিউটাউন এলাকায় পুলিশি জালে ৫ দুষ্কৃতী

রাজারহাট-নিউটাউন এলাকায় তিনটি পৃথক ঘটনায় মোট ৫ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে একজন কুখ্যাত দুষ্কৃতী।

author-image
IE Bangla Web Desk
New Update
police, পুলিশ

শহরে পুলিশি ধরপাকড়ে আবারও জালে দুষ্কৃতী। প্রতীকী ছবি।

শহরে পুলিশি ধরপাকড়ে আবারও জালে দুষ্কৃতী। রাজারহাট-নিউটাউন এলাকায় তিনটি পৃথক ঘটনায় মোট ৫ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে একজন কুখ্যাত দুষ্কৃতী।

Advertisment

গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে নিউটাউনের হাতিয়ারা বাসস্ট্যান্ড থেকে টিনু ভট্টাচার্য নামে এক কুখ্যাত দুষ্কৃতীকে পাকড়াও করল পুলিশ। ধৃতের থেকে উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আজ ধৃতকে আদালতে তোলা হবে।

আরও পড়ুন, শহরে জোড়া প্রতারণায় পুলিশি জালে ৪ জন

অন্যদিকে মহম্মদ সরফুদ্দিন নামে আরেক দুষ্কৃতীকেও এদিন গ্রেফতার করেছে পুলিশ। ইন্দিরানগর এলাকা থেকে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতের থেকে প্রায় ৬ লিটার কোডেইন ফসফেট মিশ্রণ উদ্ধার করা হয়েছে। ধৃত ব্যক্তি পেশায় ট্যাক্সি চালক বলে জানা গিয়েছে। নারায়ণপুরে তার আদি বাড়ি, ১০-১১ বছর আগে ওই এলাকা ছাড়ে সে। তবে কেন ওই এলাকা সে ছেড়েছিল, তা এখনও জানা যায়নি। একটি দুষ্কৃতীদলের সঙ্গে সরফুদ্দিনের যোগ রয়েছে বলে জানা গিয়েছে। আজ ধৃতকে আদালতে তোলা হবে, ৭ দিনের হেফাজতে চাইবে পুলিশ।

অন্যদিকে, ডাকাতির উদ্দেশ্য বানচাল করল পুলিশ। গতকাল রাতে রাজারহাট থানার খামার এলাকা থেকে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। একটি ট্যাক্সি করে খড়িবাড়ির দিকে যাচ্ছিল ধৃতরা। ডাকাতি করার উদ্দেশ্য নিয়েই ধৃতরা খরিবাড়ির দিকে যাচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের থেকে ২টি চপার ও একটি লোহার রড উদ্ধার করেছে পুলিশ। ধৃতরা হল সোনু, লাব্বু, অমিত কর গুপ্তা। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ধৃত সোনু কলকাতার তিলজলা থানা এলাকার বাসিন্দা। অন্যদিকে, লাব্বু একবালপুর থানা এলাকা ও অমিত আনন্দপুর থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতদের ১০ দিনের হেফাজতে চাইবে পুলিশ।

kolkata news police
Advertisment