Cyber Crime: ভয়ঙ্কর প্রতারণার বিরাট পর্দা ফাঁস খাস কলকাতায়, কীভাবে নিঃস্ব হলেন বৃদ্ধ দম্পতি? জানলে চমকে যাবেন

Cyber Crime: কলকাতায় চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা। সিবিআই অফিসার সেজে এক ব্যক্তি এক বৃদ্ধ দম্পতির কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা প্রতারণা করেছেন। ঘটনাটি ঘটেছে বেহালা পর্ণশ্রী এলাকায়

Cyber Crime: কলকাতায় চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা। সিবিআই অফিসার সেজে এক ব্যক্তি এক বৃদ্ধ দম্পতির কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা প্রতারণা করেছেন। ঘটনাটি ঘটেছে বেহালা পর্ণশ্রী এলাকায়

author-image
Sayan Sarkar
আপডেট করা হয়েছে
New Update
ভারতে সাইবার অপরাধ ২০২৪, সাইবার জালিয়াতির রিপোর্ট, ২২৮৪৫ কোটি টাকা প্রতারণা, সাইবার অপরাধ বৃদ্ধি ২০২৪, বান্দি সঞ্জয় কুমার লোকসভা, National Cyber Crime Reporting Portal, CFCFRMS, সাইবার অপরাধে গ্রেপ্তার, মোবাইল আইএমইআই ব্লক, সাইবার প্রতারণা থেকে বাঁচার উপায়, cyber crime India 2024, cyber fraud amount in India, cyber safety tips Bengali, SIM card blocking cybercrime, financial cyber fraud India, increase in cyber crime statistics, NCRP complaints 2024, Cybersecurity India Bengali news.

সাবধান! ভারতে সাইবার জালিয়াতি নিয়ন্ত্রণের বাইরে

Cyber Crime: কলকাতায় চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা। সিবিআই অফিসার সেজে এক ব্যক্তি এক বৃদ্ধ দম্পতির কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা প্রতারণা করেছেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে বেহালা পর্ণশ্রী এলাকায়, যেখানে সাইবার অপরাধীরা নিজেদের সিবিআই, ইডি ও অন্যান্য কেন্দ্রীয় সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়ে বৃদ্ধ দম্পতিকে ভয় দেখিয়ে টাকা আদায় করে। অভিযোগ, ডিজিটাল গ্রেপ্তারের হুমকি দিয়ে প্রায় দুই সপ্তাহ ধরে ওই দম্পতিকে 'মানসিকভাবে বন্দী' করে রাখে প্রতারকরা।

Advertisment

আরও পড়ুন-  ফের SIR আতঙ্কে মৃত্যুর ভয়ঙ্কর অভিযোগ, তোলপাড় বাংলার রাজ্য-রাজনীতি

তদন্ত সূত্রে জানা গিয়েছে, প্রতারকরা দাবি করে যে দম্পতির নামে 'মাদকভর্তি' একটি  পার্সেল ধরা পড়েছে, এবং তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এরপর নিজেদের প্রভাব খাটিয়ে ‘রক্ষা’ করার নাম করে টাকাপয়সা দাবি করে তারা। আতঙ্কে পড়ে যায় ওই দম্পতি। প্রতারকদের দাবি মতো ধাপে ধাপে মোট তিন কোটি টাকা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করেন। পরে, প্রতারিত হয়েছেন এটা বুঝে তাঁরা কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমেছে পুলিশ। অভিযোগে জানানো হয়, সাইবার প্রতারকরা ভিডিও কলের মাধ্যমে তাঁদের নজরদারির হুমকি দেয় এবং প্রায় প্রতিদিন ২০ ঘণ্টা করে হয়রানি চালায়। এই ঘটনায় তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা।

Advertisment

আরও পড়ুন- শওকতের বিরুদ্ধে 'জেহাদ জারি', তাড়িয়ে ছাড়ার ভয়ঙ্কর হুঁশিয়ারি, ভোটের আগে গোষ্ঠী কোন্দলে জর্জরিত TMC

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি তাঁর “মন কি বাত” অনুষ্ঠানে ক্রমবর্ধমান সাইবার প্রতারণা নিয়ে সতর্ক করেছেন। মোদী বলেন, ডিজিটাল যুগে সকল বয়সের মানুষই প্রতারণার শিকার হচ্ছেন, তাই সাবধান থাকাটা অত্যন্ত জরুরি। মোদী জনগণকে তিনটি সহজ ধাপ অনুসরণ করার পরামর্শ দিয়েছেন— “থামুন, ভাবুন এবং কাজ করুন।”

প্রধানমন্ত্রীর কথায়, “প্রথমে থামুন—কোনও ব্যক্তিগত তথ্য বা OTP শেয়ার করবেন না। দ্বিতীয়ত, ভাবুন—সরকারি সংস্থা কখনও ফোনে বা ভিডিও কলের মাধ্যমে টাকা দাবি করে না। তৃতীয়ত, কাজ করুন—সন্দেহজনক কিছু মনে হলে সঙ্গে সঙ্গে সাইবার হেল্পলাইন নম্বর ১৯৩০-এ বা cybercrime.gov.in-এ অভিযোগ জানান।”

আরও পড়ুন- বঙ্গ রাজনীতির ছন্দপতন, না ফেরার দেশে জনপ্রিয় দাপুটে নেতা

এই ঘটনার পর বিশেষজ্ঞদের পরামর্শ, ফোন বা ইমেইলে পরিচয় যাচাই না করে কোনও সংস্থার নাম শুনেই আতঙ্কিত হওয়া উচিত নয়, কারণ প্রতারকেরা এখন ক্রমশ উন্নত ডিজিটাল কৌশল ব্যবহার করছে সাধারণ মানুষকে ফাঁদে ফেলতে।

Chinese Cyber Attack Cyber Security cyber crime