Advertisment

CBI questions Sandip Ghosh: টানা জেরা সন্দীপকে, কী পেল সিবিআই? বাড়ল আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বাড়ির নিরাপত্তা

Rape and Murder Case: সিবিআইয়ের পর এবার কি ইডির হাতে পড়তে চলেছেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ?

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata Doctor, Rape and Murder Case, কলকাতা চিকিৎসক, ধর্ষণ এবং খুন মামলা,

Kolkata Doctor-Rape and Murder Case: জুনিয়র ডাক্তারদের ধর্মঘট ১৩তম দিনেও অব্যাহত। (এক্সপ্রেস ছবি- গণেশ শিরসেকর)

Kolkata Doctor Rape and Murder Case: বুধবারও সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) টানা ষষ্ঠ দিনের জন্য আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করল। আগের দিনই সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছিল যে সিবিআই অফিসাররা সন্দীপ ঘোষের পলিগ্রাফ পরীক্ষা করতে পারেন। এই ব্যাপারে সিবিআইয়ের একজন কর্তা পিটিআইকে বলেছেন, 'আমরা সন্দীপ ঘোষের উত্তরগুলো আরও যাচাই করতে চাই। কারণ, আমরা কিছু প্রশ্নের উত্তরে গরমিল পাচ্ছি। আর, সেই জন্যই আমরা সন্দীপ ঘোষের পলিগ্রাফ পরীক্ষা করার চিন্তা করছি।'

Advertisment

চিকিৎসকদের ভূমিকা

বুধবারও পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্য পরিষেবা প্রভাবিত হয়েছে। কারণ, জুনিয়র ডাক্তাররা ঘটনার প্রতিবাদে টানা ১৩তম দিনের জন্য তাঁদের ধর্মঘট অব্যাহত রেখেছেন। পিটিআই জানিয়েছে, রাজ্য সরকার বিক্ষোভকারীদের আবার কাজ শুরু করার আহ্বান জানিয়েছে। তারপরও, বেশ কয়েকটি হাসপাতালে জুনিয়র ডাক্তাররা কাজ করছেন না। বদলে তাঁদের ডিউটি করতে হচ্ছে সিনিয়র ডাক্তারদেরকেই। মৃত চিকিৎসকের দ্রুত বিচারের জন্য চাপ দিতে প্রতিবাদী চিকিৎসকরা বুধবার দিনের বেলা কলকাতায় সমাবেশ করারও ডাক দিয়েছিলেন।

সন্দীপের বিরুদ্ধে ইডির তদন্ত

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের একজন প্রাক্তন ডেপুটি সুপারিনটেনডেন্ট বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তিনি এই কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডির তদন্ত চেয়েছেন। অধ্যক্ষ থাকাকালীন সন্দীপ ঘোষের মেয়াদে ওই প্রাক্তন ডেপুটি সুপার আর্থিক অনিয়মের অভিযোগ করেছেন। এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। তার প্রেক্ষিতে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ, অভিযুক্ত সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্তের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে নির্দেশ দেওয়ার আদেশ চেয়ে প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলিকে পিটিশন ফাইল করার অনুমতি দিয়েছেন। আলি এর আগে দাবি করেছিলেন যে তিনি সন্দীপ ঘোষের বিরুদ্ধে ২০২৩ সালে রাজ্য স্বাস্থ্য দফতরের কর্তাদের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। রাজ্য সরকার অবশ্য সোমবারই আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে কথিত আর্থিক অনিয়মের তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করেছে।

আরও পড়ুন- পুজোর অনুদান বয়কট আদৌ সত্যি নাকি গভীর চক্রান্ত, মুখ খুলল ফোরাম ফর দুর্গোৎসব

সন্দীপ ঘোষের বাড়ি

এরই মধ্যে বুধবার আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে হবে বলে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ নির্দেশে জানিয়েছে, পুলিশকে সন্দীপের এবং তাঁর পরিবারের নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে। বিচারপতির এই নির্দেশের কারণ, আদালতের দ্বারস্থ হয়ে নিরাপত্তা চেয়েছেন সন্দীপ ঘোষের আইনজীবী। তাঁর অভিযোগ, আরজি কর হাসপাতালে চিকিৎসক হত্যার পর থেকে তাঁর মক্কেলকে নিয়ে সমাজমাধ্যমে অনেক ভুয়ো তথ্য ছড়িয়েছে। এই পরিস্থিতিতে বাড়িতে হামলা হতে পারে বলে সন্দীপ ঘোষ আইনজীবীর মাধ্যমে আদালতে আশঙ্কা প্রকাশ করেছেন। একইসঙ্গে আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ আদালতে আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, বাড়িতে তাঁর স্ত্রী এবং পুত্রেরও প্রাণহানির আশঙ্কা রয়েছে। পালটা রাজ্য সরকার আদালতে জানিয়েছে, সন্দীপ ঘোষের বাড়ির সামনে ইতিমধ্যেই পুলিশ মোতায়েন করা হয়েছে।

cbi Security force RGKar medical college & hospital sandip ghosh
Advertisment