Advertisment

গাড়ির ধাক্কায় মৃত এক, আটক ফ্যাশন ডিজাইনার

রাত ৩.৩০ নাগাদ অদিতি আগরওয়াল নামে এক ফ্যাশন ডিজাইনার মদ্যপ অবস্থায় ট্রাফিক সিগন্যাল ভেঙে রাস্তার পাশে অপেক্ষারত এক ব্যক্তিকে ধাক্কা মারেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বেপয়োড়া গাড়ি চালানো প্রাণ নিল একজনের

মদ্যপ অবস্থায় বেসামাল হয়ে বেপরোয়া গাড়ি চালিয়ে একজনের প্রাণ কেড়ে নিলেন কলকাতার এক ফ্যাশন ডিজাইনার। ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসে প্রগতি ময়দানের কাছে গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এক ব্যক্তি। পুলিশ জানায়, হরি মোহন রাম নামে ওই ব্যক্তিকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষনা করা হয়। ঘটনাটি ঘটে রবিবার রাত ৩.৩০ নাগাদ, যখন ফ্যাশন ডিজাইনার অদিতি আগরওয়াল (২৯) মদ্যপ অবস্থায় ট্রাফিক সিগন্যাল ভেঙে গাড়ি নিয়ে এগিয়ে যান এবং রাস্তার পাশে অপেক্ষারত ওই ব্যক্তিকে ধাক্কা মারেন। পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, নিজের গন্তব্যস্থলে যাওয়ার জন্য বাসের অপেক্ষা করছিলেন ওই ব্যক্তি।

Advertisment

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখেই শনাক্ত করা হয় ওই মহিলাকে। পুলিশ জানায়, ঘটনার কয়েক ঘন্টা পরেই কাছের কোন একটি হোটেল থেকে গ্রেফতার করা হয় তাঁকে। অদিতি আগরওয়ালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৭৯ (বেপরোয়া ড্রাইভিং), ৩০৪ (অনিচ্ছাকৃত খুন) এবং ৪২৭ (ক্ষতিকারক দুষ্কর্ম) ধারায় মামলা রজু করা হয়েছে। তাঁকে আপাতত দুদিন পুলিশি হেফাজতে থাকতে হবে বলে পুলিশের তরফে জানা গিয়েছে। পুলিশের ওই আধিকারিক বলেন, "উনি ঠিক করে কথাও বলতে পারছিলেন না। কীভাবে গাড়ি চালাচ্ছিলেন সেটাই আশ্চর্যের, এবং যথেষ্ট গতিতেই চালাচ্ছিলেন। পার্ক স্ট্রিটের একটি পাব থেকে বেরিয়ে কয়েকজন বন্ধুকে ছেড়ে দিয়ে নিজের বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে।"

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে মুসলিমদের প্রার্থী করেই লোকসভায় বাজিমাতের পরিকল্পনা বিজেপির

অন্য একটি ঘটনায়, রবিবার সকালে হুগলি ব্রিজে একটি গাড়ি ট্রলারে ধাক্কা দিলে একজনের মৃত্যু হয় ও চারজন আহত হন। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম বাপি ভূঁইয়া (৪০)। ট্রলারের ড্রাইভার পলাতক। ঘটনাটি ঘটে সকাল ৫.৩০ নাগাদ। এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যক্তিকে মৃত ঘোষনা করা হয়। বাকি চারজনের চিকিৎসা চলছে সেখানেই। আহত চার ব্যক্তির নাম অতনু মাইতি (৪৮), নিরুপম ঘোষ (৪৬), দীপক কুমার পারিয়া (৪৮) এবং বিদ্যুৎ প্রধান (৪৩)। এঁদের প্রত্যেকের বাড়ি মেদিনীরপুর জেলায়।

Read the full story in English 

accident
Advertisment