করোনা কাঁটায় এবারের দুর্গাপুজো একটু অন্যরকম। আজ মহালয়ায় পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সন্ধিক্ষণের পূণ্যতিথি। কিন্তু করোনার থাবায় এবারের মহালয়ায় সেই পুজো পুজো গন্ধ উধাও। দুর্গাপুজোও কীভাবে হবে তা নিয়ে সংশয়ে কলকাতার পুজো উদ্যোক্তারা। তবে অনেকের মতে, এবারের পুজো মানবিকতার, দায়বদ্ধতার। আর সেই মানবিকতার খাতিরেই দুর্গাপুজোকে মাথায় রেখে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এগিয়ে এসেছে কলকাতার বহু পুজো কমিটি। মানবসেবায় নিজেদের নিয়োজিত করার বহু উদাহরণ বিগত বেশ কয়েকদিনে চোখে পড়েছে। সেইরকমই এক মানবসেবার দৃষ্টান্ত স্থাপন করল উত্তর কলকাতার নামজাদা পুজো কমিটি টালা পার্ক প্রত্যয়। মহালয়ায় সূচনা করল সেই মানবসেবার।
বিষয়টি ঠিক কী? টালা পার্ক প্রত্যয়ের গত বছরের থিম 'কল্পলোক' গোটা কলকাতায় সাড়া জাগিয়েছিল। কিন্তু এবারের পরিস্থিতি আলাদা। দুর্গাপুজোয় করোনা কাঁটা। তাই এবার 'লোকহিত' ভাবনার মধ্যে দিয়ে সমাজের লোকহিতকর কাজকর্মগুলিকে তুলে ধরবে টালা পার্ক প্রত্যয়। বৃহস্পতিবার মহালয়ার সকালে সেইরকমই এক কর্মকাণ্ডের সূচনা করল এই পুজো কমিটি। লোকহিতে করোনা মোকাবিলায় স্যানিটেশন ভেহিকল বা জীবাণুনাশক গাড়ি চালু করল টালা পার্ক প্রত্যয়। তবে এদিনের এই উদ্যোগ ছিল একটু অভিনব। স্যানিটেশন ভেহিকলের পিছনে প্রতিমার চক্ষুর রেপ্লিকায় চক্ষুদান করলেন এবারের থিমশিল্পী সুশান্ত পাল। চক্ষুদানের পর যাত্রা শুরু হল এই গাড়ির। ক্লাবের নিজস্ব উদ্যোগে তৈরি এই গাড়ি গোটা কলকাতার বিভিন্ন জায়গায় করোনা মোকাবিলায় জীবাণুমুক্তকরণের কাজ করবে।
আরও পড়ুন ফের নিম্নচাপ, আশ্বিনের শুরুতেই বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ
পুজোর অন্যতম উদ্যোক্তা চিরঞ্জীব চট্টোপাধ্যায় জানিয়েছেন, "এবারের আমাদের পুজোর মূল উদ্দেশ্য হল লোকহিত। আর তার জন্য করোনা পর্বে আমরা মানবসেবায় নিয়োজিত হয়েছি। এই স্যানিটেশন গাড়ি গোটা কলকাতায় যে কোনও জায়গায় অন কলে জীবাণুনাশকের কাজ করবে। সংকটের সময়ে মানবসেবাই হল পরম ধর্ম।" শিল্পী সুশান্ত পালের ভাবনায় গত বছর 'কল্পলোকে' বিভোর হয়েছিল পুজোপ্রেমী মানুষ। এবার করোনা পরিস্থিতিতে লোকহিতকর ভাবনার মধ্যে দিয়ে অন্যরকম পুজো দেখাবেন শিল্পী। তাঁর কথায়, "এবারের পরিস্থিতি অন্যরকম। মানবতার উৎসবের মধ্যে দিয়ে লোকহিতকর কাজ মানুষের কাছে তুলে ধরতে হবে। মানুষের কাছে ভাবনা নিয়ে পৌঁছতে হবে।" সেই কারণেই করোনা মোকাবিলায় মানবসেবার মধ্যে দিয়ে উৎসবের যৌক্তিকতাকে তুলে ধরার চেষ্টা করছে এবার টালা পার্ক প্রত্যয়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন