ED raids:দুর্গাপুজো মিটতেই অ্যাকশন মোডে ED! দাপুটে মন্ত্রীর অফিস-সহ কলকাতার দিকে দিকে হানা

Kolkata ED raids: দুর্গাপুজো মিটতেই নিয়োগ দুর্নীতির তদন্তে তৎপরতা বাড়িয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতার দিকে দিকে তল্লাশি অভিযান।

Kolkata ED raids: দুর্গাপুজো মিটতেই নিয়োগ দুর্নীতির তদন্তে তৎপরতা বাড়িয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতার দিকে দিকে তল্লাশি অভিযান।

author-image
IE Bangla Web Desk
New Update
ED raid Kolkata, Enforcement Directorate, money laundering, human trafficking, Salt Lake raid, Park Street hotels, Vishnu Mundra, Jagjit Singh, Ajmal Siddiqui, Kolkata news, West Bengal ED operation, PMLA case, financial corruption, Kolkata investigation, ED action 2025,ইডি তল্লাশি, কলকাতা অভিযান, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, অর্থ পাচার, নারী পাচার, সল্টলেক অভিযান, পার্কস্ট্রিট হানা, জগজিৎ সিংহ, বিষ্ণু মুন্দ্রা, আজমল সিদ্দিকী, আর্থিক দুর্নীতি, কলকাতা সংবাদ, পশ্চিমবঙ্গ ইডি অভিযান, হোটেল রেস্তোরাঁ তল্লাশি, ইডি খবর ২০২৫

প্রতীকী ছবি।

municipal recruitment corruption: দুর্গাপুজোর পর এবার কোমর বেঁধে ময়দানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সাতসকালে কলকাতার দিকে দিকে হানা ED-র। দমকলমন্ত্রী সুজিত বসুর অফিসে হানা দেয় ইডির অফিসাররা। এছাড়াও কলকাতার অন্তত ১০টি জায়গায় বিভিন্ন দলে ভাগ হয়ে তল্লাশি অভিযানে নেমেছে কেন্দ্রীয় এই সংস্থা। জানা গিয়েছে, পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এই তল্লাশি অভিযান চলছে কলকাতায়।

Advertisment

দুর্গাপুজো মিটতেই এবার তুমুল তৎপরতা ইডির। দমকল মন্ত্রী সুজিত বসুর অফিস ছাড়াও শুক্রবার সাতসকালে পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শহরের ১০ জায়গায় তল্লাশি ইডির। পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার সকালে কলকাতার নাগেরবাজার সহ ঠনঠনিয়া, নিউ আলিপুর, শরৎ বোস রোড সহ বেশ কয়েকটি জায়গায় আলাদা আলাদা দলে ভাগ হয়ে তল্লাশি অভিযানে নামে ইডি।

আরও পড়ুন- West Bengal News Live Updates:দুর্গন্ধে টিকতে পারছিলেন না বাসিন্দারা, শেষে পুলিশ এসে যা দেখল তাতে আঁতকে উঠলেন এলাকাবাসী

Advertisment

দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতেও ইডি আধিকারিকদের আরও একটি দল গিয়ে তল্লাশি চালায়। একইভাবে নাগেরবাজারে শোভনা অ্যাপার্টমেন্টে ঢুকেও তল্লাশি চালায় ইডি।

আরও পড়ুন- Kolkata weather:জোড়া ঘূর্ণাবর্তে ফের দুর্যোগের দাপট দেখবে বাংলা! আবহাওয়ার উন্নতি কবে থেকে? শীতের লেটেস্ট আপডেট জানুন

জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুলের কর্ণধার দীপু দে'র বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি। স্কুলের ব্যবসা ছাড়াও প্রোমোটিংয়ের ব্যবসাও রয়েছে দীপু দে নামে এই ব্যক্তির। তৃণমূল কংগ্রেসের প্রথম সারির একাধিক নেতার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে ED-র অন্য একটি দল নিউ আলিপুরে কলকাতা হাইকোর্টের এক আইনজীবীর বাড়িতে তল্লাশি চালায়। 

publive-image
পার্থ পাল

আরও পড়ুন-Mahua Moitra:অসমের NRC চিঠি নদিয়ায়, 'BJP-র চক্রান্ত, ভোটের আগে আতঙ্ক ছড়ানোর খেলা', সোচ্চার মহুয়া

ইডির অন্য একটি দল গিরিশ পার্কের এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বাড়িতে তল্লাশি অভিযান চালায়। সব মিলিয়ে শুক্রবার ইডির একাধিক দল শহর কলকাতার বিভিন্ন জায়গায় পৃথকভাবে অভিযান চালিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে চলে এই অভিযান।

Bengali News Today Municipality Job Scam Sujit Basu ED Raid