আবারও বিপুল অঙ্কের জালনোট মিলল শহর কলকাতায়। শুক্রবার রাতে শহরের বড়তলা থানা এলাকা থেকে ৪ লক্ষ টাকার জালনোট উদ্ধার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স(এসটিএফ)। যে ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া জালনোটগুলির সবকটাই ২ হাজারের নোট বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ বিডন স্ট্রিট ও যতীন্দ্র মোহন অ্যাভিনিউয়ের মোড় থেকে তল্লাশি চালিয়ে জালনোট-সহ তিন জনকে পাকড়াও করে এসটিএফ। ধৃতরা নিজেদের মধ্যেই জালনোট কেনাবেচা করছিল বলে জানা গিয়েছে। ধৃত পরাণ মণ্ডল(২০) মালদহের বৈষ্ণবনগরের বাসিন্দা বলে জানা গিয়েছে। আরেক ধৃত মহেন্দ্র প্রসাদ ওরফে নরেন্দ্র প্রসাদ ওরফে নরেন্দ্র(৩৫) বিহারের বাসিন্দা। অপর ধৃত পাপ্পু প্রসাদও(৩৫) বিহারের বাসিন্দা বলে খবর। আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত ধৃতদের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
আরও পড়ুন, কলকাতায় ৫ লক্ষ টাকার জালনোট উদ্ধার, ধৃত ২
উল্লেখ্য, গত কয়েকদিন আগেই নারকেলডাঙা থানা এলাকা থেকে প্রায় ৫ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করেছিল এসটিএফ। যে ঘটনায় ধৃত দুই ব্যক্তিই মালদহের বাসিন্দা বলে জানা গিয়েছিল।
অন্যদিকে, গতকাল এসটিএফের অভিযানে লক্ষাধিক টাকা-সহ গাঁজা উদ্ধার করা হল। কলকাতা স্টেশন এলাকা থেকে এক ব্যক্তির থেকে ৫৮১.৩৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ১০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় লখবিন্দর সিং নামে এক ব্যক্তিকে পাকড়াও করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা স্টেশনের কাছে একটি ট্রাক দাঁড়িয়েছিল। ওই ট্রাকের মধ্যেই লখবিন্দর ছিল। ধৃত লখবিন্দর বর্ধমানের বাসিন্দা বলে জানা গিয়েছে। আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত ধৃতকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।