নোট বাতিলের দু'বছর পরেও যে নকল নোটের কারবার রোখা যায়নি, তার আরও একবার প্রমাণ মিলল। আবারও প্রচুর পরিমাণে জাল নোট উদ্ধার করা হল খোদ কলকাতায়। শুধু তাই নয়, আবারও জাল নোটের কার্যত আঁতুড়ঘর মালদার সঙ্গে যোগ মিলল। সোমবার সন্ধেয় নারকেলডাঙা থানা এলাকা থেকে প্রায় ৫ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। এ ঘটনায় ধৃত দুই ব্যক্তিই মালদার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে, উদ্ধার হওয়া জাল নোটগুলি সবই ২ হাজার টাকার। সোমবার সন্ধে ৫.৫০ নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের এসটিএফের একটি দল নারকেলডাঙা মেন রোডে হানা দেয়। সেখানে মোমিন হাইস্কুলের সামনে থেকে জাল নোটগুলি উদ্ধার করে এসটিএফ। জাল নোট কারবারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে গোলাম রব্বানি ও আলামিন শেখকে। ধৃত দু’জনই মালদার বৈষ্ণবনগর এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। আজ ধৃতদের আদালতে তোলা হবে।
আরও পড়ুন: কলকাতায় লক্ষাধিক টাকার জালনোটসহ ধৃত ১
উল্লেখ্য, মালদায় প্রায়শই জাল নোট উদ্ধার করা হয়। এর আগেও বহুবার রাজ্যের ওই জেলা থেকে জাল নোট উদ্ধার করা হয়েছে। এবছর বিশ্বকর্মা পুজোর দিন কলকাতার ধর্মতলা চত্বর থেকেও ৫ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করেছিল এসটিএফ। যে ঘটনায় ধৃত মুজিবর শেখও মালদার বাসিন্দা বলে জানা গিয়েছিল। বিশ্বকর্মা পুজোর দিন উদ্ধার হওয়া জাল নোটও ২ হাজারের ছিল। প্রশাসনের হাজারো পদক্ষেপ সত্ত্বেও যে জাল নোটের অসাধু কারবার রোখা সম্ভব হচ্ছে না, তা শহর কলকাতায় আবারও জাল নোট কারবারির গ্রেফতারিই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।