/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/06/howrah-fire-new-5.jpg)
হাওড়া ব্রিজের কাছে জগন্নাথ ঘাটে আগুন। ছবি: শশী ঘোষ।
এখনও জ্বলছে জগন্নাথ ঘাটের গুদামের আগুন। শুক্রবার রাত আড়াইটে নাগাদ হাওড়া ব্রিজ সংলগ্ন জগন্নাথ ঘাটের কাছে রাসায়নিক গুদামে আগুন লাগে। ঘটনাস্থলে যায় দমকলের ২০টি গাড়ি। ঘটনাস্থলে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু। জগন্নাথ ঘাটে যান দমকলের ডিজিও। দমকলের তরফে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে এলেও, তা নেভাতে অনেকটা সময় লাগবে। দুপুরে জগন্নাথ ঘাট এলাকায় যায় ফরেন্সিক দল।
জগন্নাথ ঘাটে গুদামে আগুন, ঘটনাস্থলে ফরেন্সিক দল#Kolkata#Firepic.twitter.com/4bs4CE1UcT
— IE Bangla (@ieBangla) June 8, 2019
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/06/howrah-fire-new-3-759.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/06/howrah-fire-new-2.jpg)
জগন্নাথ ঘাটের কাছে গুদামে বিধ্বংসী আগুন #Kolkata#Firepic.twitter.com/dB34ysfk4Y
— IE Bangla (@ieBangla) June 8, 2019
সূত্রের খবর, অগ্নিকাণ্ডের পর ওই গুদামে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। গুদামের পাশেই জনবহুল এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। পাশের ঝুপড়ি থেকে আগুন লাগে বলে মনে করা হচ্ছে। অগ্নিকাণ্ডের জেরে গুদামের ছাদের একাংশ ধসে পড়েছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: পার্ক সার্কাসে বিধ্বংসী আগুন
হাওড়া ব্রিজ সংলগ্ন জগন্নাথ ঘাটে রাসায়নিক গুদামে বিধ্বংসী আগুন, দেখুন ভিডিও #Kolkata#Firepic.twitter.com/uCh92WT8CT
— IE Bangla (@ieBangla) June 8, 2019
জগন্নাথ ঘাটের কাছে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২০টি গাড়ি#Kolkata#Firepic.twitter.com/G2xiXcATWq
— IE Bangla (@ieBangla) June 8, 2019
দমকলের তরফে জানানো হয়েছে, গুদামে প্রচুর দাহ্য বস্তু থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। ‘‘আগুন নেভাতে অনেকক্ষণ সময় লাগবে’’, জানালেন দমকলের এক আধিকারিক। গুদামে থাকা অগ্নিনির্বাপণ ব্যবস্থা কাজ করেনি বলে দাবি দমকলের।
কালো ধোঁয়ায় ঢেকেছে চারদিক, গভীর রাতে জগন্নাথ ঘাটে ভয়াবহ আগুন লাগে#Kolkata#Firepic.twitter.com/vxwocjgVe8
— IE Bangla (@ieBangla) June 8, 2019
উল্লেখ্য, কয়েকদিন আগে পার্ক সার্কাসে রাইফেল রেঞ্জ রোডে রেললাইনের ধারে প্লাইউড-বাঁশের দোকানে ভয়াবহ আগুন লাগে। দমকলের ১৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এপ্রিল মাসে এক্সাইড মোড়ের কাছে একটি বহুতলের ৪ তলায় বিধ্বংসী আগুন লাগে। দমকলের ১২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই বহুতলে বেশ কিছু অফিস রয়েছে। আগুনের তাপে ভেঙে পড়েছিল বহুতলের ছাদের একাংশ। এসিতে শর্টসার্কিট থেকে আগুন বলে মনে করা হয়েছিল।
এর আগে গড়িয়াহাটে একটি বহুতলে আগুন লাগে। যে আগুনে ক্ষতিগ্রস্ত হয় শহরের অন্যতম নামী শাড়ির দোকান ট্রেডার্স অ্যাসেম্বলি। পুড়ে ছাই হয়ে যায় অসংখ্য শাড়ি-শাল। বিপুল পরিমাণে আর্থিক ক্ষতি হয় বলে জানা গিয়েছিল। প্রায় ১২ ঘণ্টা পর দমকলের ২০টি ইঞ্জিনের চেষ্টায় গড়িয়াহাটের আগুন নিভেছিল। গত বছর সেপ্টেম্বর মাসে বাগরি মার্কেটে বিধ্বংসী অগ্নিকাণ্ডের স্মৃতি এখনও টাটকা। বাগরির পরও শহরের বিভিন্ন প্রান্তে বারবার অগ্নিকাণ্ডের খবর সামনে এসেছে। কলকাতা মেডিক্যাল কলেজ, পার্ক স্ট্রিটের এপিজে হাউসেও আগুন লেগেছিল।