আবারও আগুন লাগল শহর কলকাতায়। এবার শহরের সবথেকে উচ্চতম বহুতলে আগুন লাগল। শনিবার বিকেলে চৌরঙ্গি রোড এলাকায় নির্মীয়মাণ বহুতল ‘দ্য ৪২’-তে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় দমকলের ৩টি গাড়ি। অগ্নিকাণ্ডের তদারকিতে ছুটে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। কিছুক্ষণের মধ্যেই দমকলের ৩টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
লালবাজার সূত্রে জানানো হয়েছে, এদিন বিকেল ৫টা ৫ মিনিট নাগাদ ওই নির্মীয়মাণ বহুতলের ৫১ তলা ও ৫৩ তলার মধ্যে আগুন লাগে। নির্মাণকাজের জন্য বহুতলের বাইরে নেট লাগানো ছিল। ওয়েল্ডিংয়ের কাজের সময়ই ওই নেটে আগুন ধরে যায়। তবে ওই আগুন বহুতলের অন্যতলায় ছড়িয়ে পড়েনি বলে জানা গিয়েছে। অগ্নিকাণ্ডের জেরে কেউ হতাহত হননি বলে খবর। এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।
আরও পড়ুন, পোস্তায় কাপড়ের কারখানায় আগুন, আতঙ্ক এলাকা জুড়ে
এদিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরই ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। ‘দ্য ৪২’-তে পৌঁছোন দমকলের ডিজি। অগ্নিকাণ্ডের পর গোটা বহুতলটি খতিয়ে দেখেন দমকলের কর্মীরা। আগুনের জেরে নেট পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। কয়েকবছর ধরেই নির্মাণকাজ চলছে ওই বহুতলের। ৬৩ তলার বহুকল তৈরি করা হচ্ছে শহরে, যা এখনও পর্যন্ত এ শহরের সবথেকে উঁচু বাড়ি।
উল্লেখ্য, বাগরি মার্কেটের অগ্নিকাণ্ডের পর এ শহরে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যে ঘটনাগুলোর মধ্যে অন্যতম কলকাতা মেডিক্যালে অগ্নিকাণ্ড। পুজোর সময় ট্যাংরায় রাসায়নিক কারখানায় আগুন লেগেছিল। কালীপুজোর আগের দিনই চৌরঙ্গি রোড এলাকার কাছেই পার্ক স্ট্রিটে এপিজে হাউসে আগুন লাগে। ক’দিন আগে পোস্তায় কাপড়ের গুদামে আগুন লাগে। বারবার শহরে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বভাবতই উদ্বিগ্ন শহরবাসী।
Read this story in English