scorecardresearch

বড় খবর

রাতের অন্ধকারে ভয়াবহ অগ্নিকাণ্ড গড়িয়াহাটে

অবশেষে গড়িয়াহাটের আগুন নিভল। দমকলের ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল পরিদর্শন করবে ফরেন্সিক দল।

fire, আগুন
গড়িয়াহাটে আগুন-আতঙ্ক।

ফের ভয়াবহ অগ্নিকাণ্ড শহর কলকাতায়। এবার ঘটনাস্থল গড়িয়াহাট মোড়, ট্রেডার্স অ্যাসেম্বলির সামনের ফুটপাথ। শনিবার রাত ১২.৫০ নাগাদ সেখান থেকেই আগুনের সূচনা, যা পরে গোটা বাড়িটিতে ছড়িয়ে পড়ে। এই বাড়িরই গ্রাউন্ড ফ্লোরে ট্রেডার্স অ্যাসেম্বলি। আগুন নেভানোর কাজ শুরু হয়েছিল দমকলের ছ’টি গাড়ি দিয়ে। পরে তা বেড়ে দাঁড়ায় ২০টিতে। দমকলের ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বর্তমান পরিস্থিতি

গতরাতে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন সম্প্রতি ভারপ্রাপ্ত দমকল মন্ত্রী সুজিত বসু। পৌঁছন দমকলের আধিকারিকরাও।অগ্নিকাণ্ডের জেরে গড়িয়াহাট মোড়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এদিন দুপুর সাড়ে ১২টার পর ফের শুরু হয় যান চলাচল।

অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। দমকল সূত্রে জানানো হয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করবে ফরেন্সিক দল। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে।

ছ’তলা এই বাড়িতে শহরের বহু পরিচিত বস্ত্র বিপণি ট্রেডার্স অ্যাসেম্বলি ছাড়াও রয়েছে আরও অনেক দোকান, তৎসহ বেশ কয়েকটি আবাসিক ফ্ল্যাট। সেখানকার আবাসিকদের নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে দমকল সূত্রে জানা গিয়েছে।

অগ্নিকাণ্ড নিয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, “প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সাকিট থেকে আগুন লেগেছে তবে দমকল রিপোর্ট না দেওয়া পর্যন্ত কিছুই স্পষ্ট করে বলা সম্ভব নয়। এমনকি হকারদের ক্ষেত্রে স্থায়ী দোকানের পরিবর্তে চাকা লাগানো স্টলের কথা ভাবছে পুরসভা”।

বলা বাহুল্য, মার্কেট, আগুন, এই কথাগুলো শুনলেই মনে পড়ে যায় গত সেপ্টেম্বর মাসে বাগরি মার্কেটের অগ্নিকাণ্ড। সেই আগুন নেভাতে লেগেছিল চারদিন।  গড়িয়াহাটেও বাগরির মতোই পকেট ফায়ার দেখা গেছে বলে খবর। আগুন ছড়িয়েছে সমান দ্রুততায়। সমস্ত এলাকায় দেখা দিয়েছে একই রকম আতঙ্ক। তবে এই আগুন নেভার মুখে, এই যা আশা।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Kolkata fire traders assembly gariahat crossing