অগ্নিকাণ্ডের ঘটনা এ শহরে যেন রোজনামচা হয়ে গিয়েছে। গত শনিবারই শহরের এই মুহূর্তে সবচেয়ে উঁচু বহুতলে আগুন লেগেছিল। ‘দ্য ৪২’-তে অগ্নিকাণ্ডের পর এদিন আবারও শহরের বিভিন্ন প্রান্তে আগুন লাগল। এদিকে, আগুন নেভাতে গিয়ে দমকলের গাড়ির ধাক্কায় এক মহিলার মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়িয়েছে, যদিও দমকল সূত্রে খবর, তিনি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।
পোস্তার ১৯ নলিনী শেঠ রোড এলাকায় একটি ইমিটেশন গয়নার দোকানে আগুন লাগে আজ। আগুন নেভানোর হুড়োহুড়িতে দমকলের গাড়ির ধাক্কায় গৌরী দাস নামে বছর চল্লিশের ওই মহিলা আহত হয়েছেন বলে দমকল সূত্রে জানা গিয়েছে। তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার শহরের বিভিন্ন প্রান্তে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পোস্তার ওই দোকানে দমকলের তিনটি গাড়ির চেষ্টায় আগুন আয়ত্তে আসে। সকাল ১০টা নাগাদ আগুন লাগে বলে দমকল সূত্রে খবর। উত্তরের পাশাপাশি দক্ষিণেও আগুন আতঙ্ক ছড়ায় এদিন। হাজরা মোড়ের কাছে চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে এদিন আগুন লাগে। এসি থেকে আগুন লেগেছিল বলে দমকল সূত্রে খবর। দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: কলকাতার সবথেকে উঁচু বাড়িতে আগুন!
পাশাপাশি বাঁশদ্রোণীতে আগুন লাগে নেহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্তে আসে। তপসিয়ার একটি বহুতলেও আগুন লেগেছিল। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। চিৎপুরে নবাবপট্টি এলাকায় একটি প্লাস্টিকের কারখানায়ও এদিন আগুন লাগে। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
গত শনিবার চৌরঙ্গি রোডে নির্মীয়মাণ দ্য ৪২-তে আগুন লাগে। যে ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। বাগরি মার্কেটে বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর এ শহরে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যার মধ্যে উল্লেখযোগ্য কলকাতা মেডিক্যাল কলেজ। পুজোর সময় ট্যাংরায় রাসায়নিক কারখানায় আগুন লেগেছিল। কালীপুজোর আগের দিনই চৌরঙ্গি রোড এলাকার কাছেই পার্ক স্ট্রিটে এপিজে হাউসে আগুন লাগে। ক’দিন আগে পোস্তায় কাপড়ের গুদামে আগুন লাগে। একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় স্বভাবতই উদ্বিগ্ন শহর।