ইংল্যান্ডে চলা আইসিসি ক্রিকেট বিশ্বকাপ নিয়ে বেটিং করার অভিযোগে শুক্রবার পাঁচজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। পুলিশ প্রথমে হুগলী জেলার রিষড়া থেকে দুজনকে গ্রেফতার করে।
ক্রিকেট বিশ্বকাপের অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচে বেটিং করার অভিযোগ উঠেছে ৫০ বছরের সঞ্জয় সোনি এবং ২২ বছরের শিবু কুমার শ-এর বিরুদ্ধে।
ভারতীয় দণ্ডবিধির ১২০বি ধারা (অপরাধমূলক ষড়যন্ত্র) এবং ৪২০ (প্রতারণা এবং জালিয়াতি) ধারায় এবং ওয়েস্ট বেঙ্গল প্রাইজ কম্পিটিশন অ্যাক্ট-এর আওতায় পোস্তা থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: মডেল হেনস্থাকাণ্ডে অভিযুক্ত সাতজনের জামিন
পুলিশ জানিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত দু'জন ঘটনার সঙ্গে যুক্ত থাকা আরও কয়েকজনের নাম বলেছে।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, "গ্রেফতার হওয়া দু'জনের কথার ভিত্তিতে বিনোদ কামারিয়া (৫৮), বিজয় মালিক (৪২), এবং দীপক সোনি (৪৮) কে লেকটাউন এবং বাঙ্গুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে"।
গ্রেফতার হওয়া পাঁচজনের কাছ থেকে ৮৮,০০০ টাকা নগদ, একটি টিভি সেট, আটটি মোবাইল ফোন, দুটি ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে।
Read the full story in English