এসএসসি-র গ্রুপ সি ও মামলায় বেনিয়মের তদন্ত করবে সিবিআই। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় এই নির্দেশ দিয়েছেন।
এ দিন প্রথমে গ্রুপ ডি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্তের জন্য আজ, মঙ্গলবার রাতের মধ্যেই নয়া কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে। গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় ডিভিশন বেঞ্চের নির্দেশে প্রাক্তন বিচারপতি আর কে বাগের নেতৃত্বে যে অনুসন্ধান কমিটি তদন্ত চালাচ্ছিল, সেই কমিটি এদিন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।
কলকাতা হাইকোর্ট রাজ্যের বিভিন্ন স্কুলে কর্মরত ৫৭৩ জন চতুর্থ শ্রেণির কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ আগেই দিয়েছিল। পাশাপাশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সংশ্লিষ্ট জেলাগুলির স্কুল ইনস্পেক্টরদের নির্দেশ দেন যে, এতদিন ওই চতুর্থ শ্রেণির কর্মীরা চাকরি করে যে বেতন পেয়েছেন, সেই বেতনের টাকাও তাঁদের থেকে ফিরিয়ে নিতে হবে।
পরে গ্রুর সি নিয়োগ দির্নীতি মামলাতেও একই নির্দেশ দেন বিচারপতি বন্দ্যোপাধ্যায়। ভুয়ো চাকরির অভিযোগে বাতিল হয়েছে ৩৫০ জনের চাকরি। তাদের বেতনও বন্ধ।এই মামলার পরবর্তী শুনানি ১৫ মার্চ।