Kolkata Bomb Blast Threat: শহরে হুলস্থূল! কলকাতা জাদুঘর বোমা মেরে ওড়ানোর ভয়ানক হুমকি 'জঙ্গি'দের

Kolkata Indian Museum Bomb Threat: কলকাতা জাদুঘর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি 'জঙ্গি'দের।

Kolkata Indian Museum Bomb Threat: কলকাতা জাদুঘর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি 'জঙ্গি'দের।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata Indian Museum Bomb threat

Kolkata Bomb Blast Threat: ভারতীয় জাদুঘর।

Indian Museum Bomb Threat: খাস কলকাতায় বোমাতঙ্ক। কলকাতা জাদুঘর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি 'জঙ্গি'দের। তড়িঘড়ি জাদুঘরের আনাচে কানাচে তল্লাশি পুলিশের। ডেকে পাঠানো হয় বম্ব স্কোয়াডকেও। যদিও পুলিশের তরফে এমন কোনও হুমকির কথা সরাসরি জানানো হয়নি।

Advertisment

কলকাতায় ইন্ডিয়ান মিউজিয়ামে (Indian Museum Kolkata) বোমাতঙ্ক। কলকাতা পুলিশকে (Kolkata Police) ইমেল করে এই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। তবে কোনও জঙ্গি সংগঠনের তরফেই এমন হুমকির ব্যাপারে বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। তবে এই হুমকি ইমেল পাওয়ার পরেই বিন্দুমাত্র দেরি না করেই চূড়ান্ত তৎপরতা নিয়েছে কলকাতা পুলিশও। দ্রুত মিউজিয়ামে ছুটে যান কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা। তড়িঘড়ি গোটা মিউজিয়াম খালি করে দেওয়া হয়। খবর পাঠানো হয় বম্ব স্কোয়াডকে (Bomb Squad)।

আরও পড়ুন- Kunal Ghosh meet with Sovan-Baisakhi: বৈশাখীকে সঙ্গে নিয়েই লোকসভার লড়াইয়ে ঝাঁপাবেন শোভন? কুণাল সাক্ষাতের পরেই বড় ইঙ্গিত

Advertisment

এদিকে পর্যটনের মরশুমে এদিন মিউজিয়ামেও বেশ ভিড় ছিল। আচমকা পুলিশি এই তল্লাশিতে বেশ অস্তিতেই পর্যটকরা। বেড়াতে এসে মিউজিয়ামে এমন অভিজ্ঞতার সম্মুখীন হওয়ায় তাঁরা বেশ ক্ষুব্ধ। তবে পুলিশের প্রাথমিক অনুমান, প্রচারের আলোয় আসতেই এই ধরনের হুমকি দেওয়া হয়েছে।

West Bengal Indian Museum Kolkata Indian Museum