Advertisment

কলকাতা বইমেলার দিনক্ষণ ঘোষণা গিল্ডের, কবে থেকে শুরু?

বইমেলার ঢাকে কাঠি

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata international book fair 2023 announced

উৎসবের মরসুমের শুরুতেই কলকাতা আন্তর্জাতিক বইমেলার দিক্ষণ ঘোষণা করল পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। এই প্রথমবার সল্টলেকের করুণাময়ীতে বইমেলার নিজস্ব প্রাঙ্গণ অনুষ্ঠিত হবে বইপ্রেমীদের সবচেয়ে বড় উৎসব।

Advertisment

৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন হচ্ছে ৩০ জানুয়ারি। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ২০০৬ সালের পর এবারের থিম কান্ট্রি স্পেন। বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বইমেলার লোগো ডিজাইন করেছেন শিল্পী শুভাপ্রসন্ন। বুধবার শহরের এক পাঁচতারা হোটেলে সাংবাদিক বৈঠক করে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড কর্তৃপক্ষ এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলার দিনক্ষণ ঘোষণা করেন।

গতবার বইমেলায় ছিল ৫৭০টি স্টল। সেবার বইমেলায় ২৩ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। এতেই উৎসাহিত প্রকাশকেরা। বহু নতুন প্রকাশ আগ্রহের সঙ্গে মেলায় অংশ নিতে এগিয়ে আসছেন বলে দাবি গিল্ডের। ফলে এ বছর স্টলের সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন বইমেলা কর্তৃপক্ষ। গতবারের মত এবারও বইমেলায় ২৪০টি লিটল ম্যাগাজিন স্টল থাকবে। কলকাতা বইমেলার সঙ্গেই চলবে নবম কলকাতা লিটারেচার ফেস্টিভ্যালও।

২০২১-য়ের মতই এবারও মিলবে ভার্চুয়ালি বইমেলায় ঘোরার সুযোগ। সমাজমাধ্যম ও গিল্ডের ওয়েবসাইটে এনিয়ে থাকছে বিশেষ ব্যবস্থা।

কলকাতার আন্তর্জাতিক বইমেলা কার্যত উৎসবের চেহারা নেয়। মহানগরের পাশাপাশি সংলগ্ন বিভিন্ন জেলা, দেশবিদেশ থেকে বইপ্রেমীদের ঢল উপচে পড়ে। বই মেলা তখন মহামিলন মেলায় পরিঁত হয়।

kolkata Book Fair Kolkata International Book Fair Kolkata Book Fair
Advertisment