richest distrcit in west bengal: ২০১৫-১৬ এবং ২০১৯-২১ সালে পশ্চিমবঙ্গে Multidimensional Poverty Index-এর তুলনা করে দেখা গিয়েছে আগের চেয়ে বাংলার আর্থিক অবস্থা অনেক বেশি উন্নত হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে সমৃদ্ধশালী জেলা কোনটি? টাকার ভিত্তিতে নয়, সার্বিকভাবে শিক্ষা, পুষ্টি-সহ বেশ কয়েকটি দিক বিবেচনা করে এই সমীক্ষা করা হয়। সেই সমীক্ষাতেই দেখা গিয়েছে এই জেলা বাকিদের চেয়ে এগিয়ে।
বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী জেলার নাম হল কলকাতা (Kolkata)। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা বাংলার মধ্যে সবচেয়ে আর্থিকভাবে সমৃদ্ধশালী জেলা। বড় বড় অফিস, কারখানা এককথায় কর্মসংস্থানের বিপুল আয়োজন রয়েছে তিলোত্তমা মহানগরীতে।
কলকাতার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে নানা কর্পোরেট সংস্থার অফিস। সেই অফিসগুলিতে প্রতিদিন কাজের তাগিদে দূর-দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন। এছাড়াও বিনোদন থেকে শুরু করে খাওয়া-দাওয়ার এলাহি সব তাকলাগানো বন্দোবস্ত রয়েছে কলকাতা শহরে। সব মিলিয়ে রাজ্যের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ জেলা হল এই কলকাতা। ফি দিন পশ্চিমবঙ্গের একাধিক জেলা থেকে কলকাতা শহরে কাজের নিরিখে ছুটে আসতে দেখা যায় কাতারে কাতারে মানুষকে।
রাজ্যের প্রধান বাণিজ্যিক কেন্দ্র এই কলকাতা। কলকাতার মাথাপিছু আয় বাকি জেলাগুলির থেকে বেশি এবং একইসঙ্গে দারিদ্র্যের হারও এখানে অনেক কম। পশ্চিমবঙ্গের অর্থনৈতিক সমৃদ্ধিতে কলকাতার অবদান সবচেয়ে বেশি। তাই অন্যান্য সমস্ত জেলার চেয়ে কলকাতা এগিয়ে।
আরও পড়ুন- Premium: কলকাতা নয়, বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে শিক্ষিত জেলার নাম জানলে চমকে যাবেনই!
আরও পড়ুন- Ilish: বাড়ছে জোগান, এবছর কোথায় নামতে পারে ইলিশের দাম? শুনেই লাফাবে ভোজনরসিক বাঙালি!
তবে কলকাতা ছাড়াও লাগোয়া হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলাও আর্থিকভাবে বেশ শক্তিশালী। এই তিন জেলাতেও বেশ কিছু কারখানা এবং অন্যান্য কর্মক্ষেত্র রয়েছে।