আবারও রাজ্যের মুকুটে নয়া পালক। ফের একবার সেরার সেরা হওয়ার শিরোপা ছিনিয়ে নিল শহর কলকাতা। ২০২১-এর পর ২০২২ সালে গোটা দেশের প্রধান শহরগুলির মধ্যে সবচেয়ে নিরাপদ হিসেবে চিহ্নিত হল তিলোত্তমা মহানগরী। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (এনসিবি) রিপোর্টে ২০২১-এর পর ফের একবার ২০২২ সালেও দেশের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে বিবেচিত হল পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। তবে মহিলাদের উপর অপরাধ সংক্রান্ত ঘটনার নিরিখে দেশের মধ্যে চার নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ।
ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ২০২১-এর তুলনায় ২০২২ সালে কলকাতায় অপরাধের সংখ্যা কমেছে। ভারতীয় দণ্ডবিধির আওতায় ২০২১ সালে কলকাতায় অপরাধের অভিযোগের সংখ্যা ছিল ১৩,০৬৭টি। এবার সেই সংখ্যাই নেমে এসেছে ১১,০৩৮-এ। এনসিবির রিপোর্টে জানা যাচ্ছে, মহিলাদের উপর অপরাধ সংক্রান্ত ঘটনায় পশ্চিমবঙ্গ চতুর্থ স্থানে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থানের পরেই রয়েছে বাংলা।
২০২২ সালে মহিলাদের উপর হওয়া অপরাধের পাশাপাশি সার্বিকভাবে অপরাধমূলক ঘটনার শীর্ষে রয়েছে রাজধানী দিল্লি। পরিসংখ্যান বলছে ২০২২ সালে দিল্লিতে অপরাধ সংক্রান্ত ঘটনা নিয়ে অভিযোগ দায়ের হয়েছিল ২ লক্ষ ৯৮ হাজার ৯৮৮টি। বাণিজ্যনগরী মুম্বইয়ে এই সংখ্যাটা ৬৯ হাজার ২৮৯টি এবং বেঙ্গালুরুতে ২৮ হাজার ২৬৬টি।
আরও পড়ুন- Premium: কৌন বনেগা মুখ্যমন্ত্রী? ভোটে জিতেও তিন রাজ্যে বড় চ্যালেঞ্জ বিজেপির
দেশের ১৯টি প্রধান শহর যেগুলির জনসংখ্যা কমপক্ষে ২০ লক্ষ সেখানেই অপরাধ সংক্রান্ত ঘটনার পরিসংখ্যান বিশ্লেষণ করা হয়েছে। দেখা যাচ্ছে, দিল্লিতেই সবচেয়ে বেশি অপরাধ সংঘটিত হয়েছে। মহিলাদের উপর অত্যাচারে দিল্লি শীর্ষে। দিল্লিতে ২০২২ সালে মহিলাদের উপর হওয়া অপরাধের সংখ্যা ১৪ হাজার ১৫৮টি। যার মধ্যে ধর্ষণের ঘটনা রয়েছে ১২০৪টি। দেখা যাচ্ছে গোটা দেশে মহিলাদের উপর অপরাধের ঘটনা ২০২১ সালের তুলনায় ২০২২ সালে ৪ শতাংশ বেড়েছে।
আরও পড়ুন- আরও এক তৃণমূল সাংসদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত? কুণালের চিঠিতে হুলস্থূল