/indian-express-bangla/media/media_files/2025/07/13/expect-heavy-rains-from-monday-predicts-imd-2025-07-13-08-35-45.jpg)
Bengal Weather Update: আজও একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস।
West Bengal Weather Forecast: আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়। বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া নিম্নচাপের শক্তি বাড়ছে সঙ্গে দোসর হয়েছে ঘূর্ণাবর্ত। একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আজ জন্মাষ্টমীর দিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? এসবই জেনে নিন আজকের ওয়েদার আপডেটে (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ শনিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোনও কোনও জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে।
দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূমের মতো জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।
কলকাতার ওয়েদার আপডেট
শনিবার সকাল থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ তিলোত্তমা মহানগরীতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের পাশাপাশি সপ্তাহের শেষ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন-Minister Death: প্রয়াত প্রখ্যাত রাজনীতিবিদ তথা মন্ত্রী, স্বাধীনতা দিবসের রাতেই নিভল জীবন প্রদীপ!
তবে আগামীকাল অর্থাৎ রবিবার থেকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রেও উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলাতেই হতে পারে ভারী বৃষ্টি। ফের এক দফায় পাহাড়ি দুই জেলা দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বৃষ্টির জেরে পাহাড়ি রাস্তায় আবারও ধ্বস নামার আশঙ্কা করা হচ্ছে।