/indian-express-bangla/media/media_files/2025/08/03/images-19-2025-08-03-18-57-58.jpeg)
West Bengal News live update: জানুন গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট
Latest Kolkata News Updates: NRC-র আতঙ্কে আত্মঘাতী! রিজেন্ট পার্কে ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় তুমুল চাঞ্চল্য । আর এই ইস্যুতে বিজেপিকে নিশানা করেছে তৃণমূল।
এনআরসি-র আতঙ্কে খাস কলকাতায় আত্মহত্যার ঘটনা! দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক এলাকায় আজ রবিবার স্থানীয় এক বাসিন্দার ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে মৃতের নাম দিলীপ কুমার সাহা (৫৯)। পরিবার সূত্রে খবর, ১৯৭২ সালে তিনি বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন এবং দীর্ঘদিন ধরেই রিজেন্ট পার্ক এলাকায় বসবাস করছিলেন। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের এনআরসি (NRC) কার্যকর হওয়ার আশঙ্কায় প্রবল মানসিক চাপের মধ্যে ছিলেন দিলীপবাবু। পরিবারের দাবি, তিনি প্রায়ই বলতেন, তাঁকে আবার বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে। এই আতঙ্কেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। অবশেষে নিজের বাড়িতেই আত্মহত্যার পথ বেছে নেন বলে অভিযোগ। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে শাসকদল। তৃণমূলের অভিযোগ, বিজেপি দেশজুড়ে যে ভাবে বাংলার মানুষের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে জাতিগত বিভেদ ও আতঙ্ক ছড়াচ্ছে, তারই শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অভিযোগ, কেন্দ্রের এনআরসি ও সিএএ কার্যকর করার হুমকি, এনআরআই-এর নামে নোটিশ, পরিযায়ী শ্রমিকদের জোর করে বাংলাদেশে ফেরত পাঠানো এবং SIR-এর মাধ্যমে ভোটাধিকার কেড়ে নেওয়ার ভয় দেখানো— এই সবকিছুই সাধারণ মানুষের মনে প্রবল মানসিক চাপ সৃষ্টি করছে। তার জেরেই ঘটছে এই ধরণের ঘটনা। এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর চরমে পৌঁছেছে।
স্বাধীনতা দিবসের আগে বাংলা পেতে চলেছে এসি লোকাল ট্রেন। শিয়ালদহ থেকে কৃষ্ণনগর/রানাঘাট পর্যন্ত ছুটবে এসি লোকাল ট্রেন। আগামী রবিবারই এসি লোকাল ট্রেনের শুভ উদ্বোধন। সাধারণ ট্রেনের ন্যুনতম যেখানে ৫টাকা সেখানে এসি লোকাল ট্রেনের ন্যুনতম ভাড়া হবে ২৯ টাকা। শিয়ালদহ স্টেশন থেকেই উদ্বোধন। থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। রবিবারের পর আগামী সোমবার থেকেই এসি লোকাল ট্রেনে তার নির্দিষ্ট গন্তব্যে যাত্রা শুরু করবে।
অতিরিক্ত লাগেজ নিয়ে যাওয়ার অভিযোগ, বারণ করাতে স্পাইসজেটের কর্মীদের উপর হামলা চালালো এক সেনা অফিসার। এমনই অভিযোগে তোলপাড় পড়ে গিয়েছে। এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিও'র সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। স্পাইসজেটের তরফে দেওয়া এক এক বিবৃতি অনুসারে, ঘটনাটি ঘটে ২৬ জুলাই। সংস্থার তরফে জানানো হয়েছে এক সেনা অফিসারের দুটি লাগেজ ছিল যার ওজন ১৬ কেজি। ডোমেস্টিক ফ্লাইটে ৭ কেজির বেশি ওজনের কেবিন লাগেজের জন্য অতিরিক্ত চার্জ নেওয়া হয়। যখন সেনা অফিসারকে এই বিষয়ে জানানো হয়, তখন তিনি অতিরিক্ত টাকা দিতে অস্বীকার করেন। বোর্ডিং প্রক্রিয়া সম্পন্ন না করেই জোর করে অ্যারোব্রিজে প্রবেশ করেন। কর্মীরা সেনা অফিসারকে থামানোর চেষ্টা করলে তিনি তাদের মারধর শুরু করেন। তিনি কাছে রাখা স্ট্যান্ড দিয়ে কর্মচারীর উপর আক্রমণ করেন। বিমান সংস্থা জানিয়েছে, "সেনা অফিসার স্পাইসজেটের চারজন গ্রাউন্ড স্টাফকে লাথি মারেন। এই ঘটনায় এক কর্মীর মেরুদন্ডের হাড় ভেঙে গেছে এবং চোয়ালে গুরুতর আঘাত লেগেছে। স্পাইসজেটের একজন কর্মচারী মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান। ঘটনাটি ঘটে জম্মু কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দরে।
There is road rage, and now there is often - air rage
— Tarun Shukla (@shukla_tarun) August 3, 2025
A passenger beats up a @flyspicejet staffer using whatever he could find then @CISFHQrs enters & someone slaps passenger. Full drama
Important to know why he did this (massive delay?)#NoFlyList incoming?
@DGCAIndia
✈️ pic.twitter.com/ueD7Z924tx
বুক কাঁপানো দুর্ঘটনায় মৃত্যুমিছিল। রবিবার সকালে উত্তর প্রদেশের গোন্ডা জেলায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১১ জন ভক্ত। আহত হয়েছেন আরও ৪ জন, যাঁদের অবস্থা আশঙ্কাজনক। সকলেই পৃথ্বীনাথ মন্দিরে দর্শনের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, গাড়িতে মোট ১৫ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জনের, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে, দ্রুত ত্রাণ ও উদ্ধার নিশ্চিত করতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি।পাশাপাশি দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনায় পরই পুলিশ ও প্রশাসনের তরফে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার জন্য নেওয়া হয়েছে গোন্ডা জেলা হাসপাতালে। প্রাথমিক তদন্তে অনুমান, দ্রুত গতি ও খারাপ রাস্তার কারণেই এই দুর্ঘটনা ঘটে।
ফের রবিবার সকালে গুলির আওয়াজে কেঁপে উঠল ভূস্বর্গ। Operation Akhal এর অধীনে শুক্রবার থেকে চলছে সেনা অভিযান। সূত্রের খবর, এই অভিযানে আরও তিন জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা। রবিবার সকালেও দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় বিস্ফোরণ ও গুলির আওয়াজ শোনা যায়। জম্মু-কাশ্মীর পুলিশ, সেনা ও সিআরপিএফের যৌথ বাহিনী এখনও অভিযান চালাচ্ছেন বলে জানিয়েছেন প্রতিরক্ষা দপ্তরের আধিকারিকরা। শুক্রবার সকালে গোয়েন্দা সূত্রে খবর পেয়ে কুলগামের আখাল জঙ্গলে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। তখনই গুলির লড়াই শুরু হয়। অন্ধকার নামার পর কিছু সময়ের জন্য অভিযান থামিয়ে দেওয়া হলেও শনিবার আবার অভিযান শুরু হয় এবং ৩ জঙ্গিকে হত্যা করে বাহিনী। রবিবার ফের সংঘর্ষ শুরু হলে আরও তিন জঙ্গি নিকেশ হয়, আহত হয় এক জওয়ান। শনিবার যারা নিহত হয়েছে তারা TRF (The Resistance Front)-এর সদস্য বলে জানিয়েছেন এক আধিকারিক। উল্লেখ্য, TRF হলো লস্কর-ই-তৈবা-র ছায়া সংগঠন, কিছুদিন আগেই পহেলগাঁও জঙ্গি হামলার দায় স্বীকার করেছিল TRF। ওই হামলায় ২৬ জন সাধারণ নাগরিক নিহত হয়েছিল।
জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় ভয়ঙ্কর দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল যাত্রী বোঝাই গাড়ি। মৃত্যু হল ২ জনের আহত আরও তিনজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, আজ কাঠুয়ার লক্ষ্মণপুর-বসন্তপুর সড়কে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় গাড়িতে থাকা দুজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি তিনজন আহত হয়েছেন। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।
VIDEO | Kathua: Two killed, three injured after a car plunged into a gorge on Lakhanpur-Basantpur road earlier today.
— Press Trust of India (@PTI_News) August 3, 2025
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/cUHLxBpXyr
মেয়ের মৃত্যুর বিচার চেয়ে কেটে গিয়েছে একটা বছর। জোটেনি ন্যায় বিচার। আগামী ৯ অগাস্ট আরজি করের নির্যাতিতা তরুণী চিকিৎসকের মৃত্যুর বর্ষপূর্তি। ওই দিন নিগৃহীতা ও নিহত ছাত্রীর পরিবারের পক্ষ থেকে ‘নবান্ন অভিযান’-এ অংশগ্রহণের জন্য তৃণমূল ছাড়া সব রাজনৈতিক দলকে আহ্বান জানানো হয়েছে। ঠিক এক বছর আগে ৯ অগাস্ট নিজের কর্মস্থলেই ধর্ষণের পর খুন হন ওই চিকিৎসক তরুণী। নিহত ছাত্রীর পরিবার জানিয়েছে, তাঁরা কংগ্রেস, SUCI , সিপিএম এবং বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন, যাতে সবাই একত্রিত হয়ে এই লড়াইয়ে শামিল হন।
মুম্বইয়ে কাজে গিয়ে নিখোঁজ বাংলার পরিযায়ী শ্রমিক। NDA শাসিত মহারাষ্ট্রে এবার 'বাঙালি' হেনস্থার অভিযোগ। 'বাংলা' বলায় মুম্বই পুলিশের হাতে আটক দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুরের ওই পরিযায়ী শ্রমিক, এমনই দাবি পরিবারের। ডায়মন্ডহারবার পুলিশের দ্বারস্থ ওই শ্রমিকের পরিবার। নিখোঁজ ওই পরিযায়ী শ্রমিককে রাজ্যে ফেরাতে বিশেষ দল পাঠাল রাজ্য সরকার। পাশাপাশি অভিযোগ পেয়ে ইতিমধ্যে মহারাষ্ট্র রওনা দিয়েছেন ডায়মণ্ডহারবার পুলিশের একটি দল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
-
Aug 03, 2025 13:55 IST
West Bengal News Live Updates: আগামীকাল দলীয় সাংসদদের নিয়ে বৈঠক তৃণমূল সুপ্রিমোর
আগামীকাল দলীয় সাংসদদের নিয়ে বৈঠক তৃণমূল সুপ্রিমোর। রাজ্যসভা ও লোকসভার সাংসদদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন দলনেত্রী। বিকাল চারটে নাগাদ এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে খবর। সংসদের বাদল অধিবেশনে আগামীর রণকৌশল নির্ধারণ করতেই আগামীকালের এই জরুরি বৈঠক বলে মনে করা হচ্ছে।
-
Aug 03, 2025 13:09 IST
West Bengal News Live Updates: পুলিশ সুপারের বাংলোর সামনে গাছ উপড়ে বিপত্তি
শনিবার সকাল থেকেই বৃষ্টিপাত শুরু হয় দুপুর বেলায় একবার মুষলধারায় বৃষ্টি হয় এবং গতকাল রাত্রে বেশ কয়েকবার ব্যাপক বৃষ্টিপাতের ফলে বহরমপুর শহর তথা মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে ও বহরমপুর শহরের পুলিশ সুপারের বাংলোর সামনে একটি বড় আকারের গাছ মাটি থেকে পুরো উপরে রাস্তায় পড়ে যায় এবং যান বাহন চলাচল ও স্থানীয় মানুষের ওই পথ দিয়ে যেতে অসুবিধের সৃষ্টি হয়। বহরমপুর শহর প্রশাসনের পক্ষ থেকে সকাল থেকেই গাছটি কেটে সরানোর কাজ চলছে এখন গাছটির বিশাল আকৃতি হওয়ায় এখন পর্যন্ত কাটার কাজ চলছে।
-
Aug 03, 2025 10:35 IST
West Bengal News Live Updates: ৯ অগাস্ট আরজি করের নির্যাতিতা তরুণী চিকিৎসকের মৃত্যুর বর্ষপূর্তি, নবান্ন অভিযানের ডাক পরিবারের
মেয়ের মৃত্যুর বিচার চেয়ে কেটে গিয়েছে একটা বছর। জোটেনি ন্যায় বিচার। আগামী ৯ অগাস্ট আরজি করের নির্যাতিতা তরুণী চিকিৎসকের মৃত্যুর বর্ষপূর্তি। ওই দিন নিগৃহীতা ও নিহত ছাত্রীর পরিবারের পক্ষ থেকে ‘নবান্ন অভিযান’-এ অংশগ্রহণের জন্য তৃণমূল ছাড়া সব রাজনৈতিক দলকে আহ্বান জানানো হয়েছে। ঠিক এক বছর আগে ৯ অগাস্ট নিজের কর্মস্থলেই ধর্ষণের পর খুন হন ওই চিকিৎসক তরুণী। নিহত ছাত্রীর পরিবার জানিয়েছে, তাঁরা কংগ্রেস, SUCI , সিপিএম এবং বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন, যাতে সবাই একত্রিত হয়ে এই লড়াইয়ে শামিল হন।
-
Aug 03, 2025 10:33 IST
West Bengal News Live Updates: ভয়ঙ্কর দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল যাত্রী বোঝাই গাড়ি
West Bengal News Live Updates: জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় ভয়ঙ্কর দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাত্রী বোঝাই গাড়ি। মৃত্যু হল ২ জনের আহত আরও তিনজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, আজ কাঠুয়ার লক্ষ্মণপুর-বসন্তপুর সড়কে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় গাড়িতে থাকা দুজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি তিনজন আহত হয়েছেন। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।
-
Aug 03, 2025 10:33 IST
West Bengal News Live Updates: ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
রবিবার (০৩ আগস্ট, ২০২৫) গভীর রাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৮। রাত ১২টা ৪০ মিনিট নাগাদ ঘটে এই কম্পন। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। ফলে কম্পনের প্রভাব ছিল বেশ তীব্র। অনেক এলাকায় আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন স্থানীয়রা। এনসিএস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ পোস্ট করে জানায়, "রবিবার রাত ১২টা ৪০ মিনিটে পাকিস্তানে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৮ এবং গভীরতা ছিল ১০ কিলোমিটার।"এই ভূমিকম্পের আগের দিন, অর্থাৎ শনিবার (০২ আগস্ট) আরও একটি ভূমিকম্পে কেঁপে উঠেছিল পাকিস্তান। সে দিনের ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪, যা খাইবার পাখতুনখোয়া, পাঞ্জাবপ্রদেশ এবং রাজধানী ইসলামাবাদ পর্যন্ত অনুভূত হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানায়, টানা দুটি ভূমিকম্পে প্রবল আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।
-
Aug 03, 2025 10:32 IST
West Bengal News Live Updates: পুরীতে নাবালিকাকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় চাঞ্চল্য
ওড়িশার পুরী জেলায় এক নাবালিকাকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস)-এ চিকিৎসাধীন অবস্থায় শনিবার মৃত্যু হয় ১৫ বছর বয়সি ওই কিশোরীর। অভিযোগ, গত ১৯ জুলাই সকালে পুরীতে তিনজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি মেয়েটিকে অপহরণ করে দাহ্য পদার্থ ঢেলে তার শরীরে আগুন ধরিয়ে দেয়। বালঙ্গা থানায় দায়ের হওয়া এফআইআরে কিশোরীর মা জানিয়েছেন, ঘটনার সময় মেয়েটি এক বন্ধুর সঙ্গে দেখা করে বাড়ি ফিরছিল। সেই সময় তিন ব্যক্তি তাকে পথ আটকায়, অপহরণ করে এবং আগুন ধরিয়ে দেয়। প্রথমে ওই কিশোরীকে কমিউনিটি হেলথ সেন্টারে। পরে ভুবনেশ্বরের এইমস হয়ে বিমান পথে তাকে দিল্লির এইমসে স্থানান্তর করা হয়। শুক্রবার দিল্লি এইমসে এক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার বয়ান রেকর্ড করে ওড়িশা পুলিশ। এরই মাঝে শনিবার মৃত্যু হয় ওই নাবালিকার। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এক্স- এ পোস্ট করে লেখেন, “কিশোরীর মৃত্যুর খবরে আমি গভীরভাবে মর্মাহত। চিকিৎসক ও সরকারের সবরকম প্রচেষ্টা সত্ত্বেও তার প্রাণ রক্ষা করা গেল না। ঈশ্বর যেন তার আত্মাকে শান্তি দেন এবং পরিবারকে এই কঠিন যন্ত্রণা সহ্য করার শক্তি দেন।”