Advertisment

Man Beaten to Death in Kolkata: খাস কলকাতায় মোবাইল চোর সন্দেহে গণপিটুনি, মৃত্যু যুবকের, হুঁশ ফিরবে কবে? উঠছে প্রশ্ন!

জানা গিয়েছে মৃত যুবকের নাম ইরশাদ আলম, বয়স ৩৭। তিনি চাঁদনিচক এলাকায় একটি টিভি সারাইয়ের দোকানে কাজ করতেন।

author-image
IE Bangla Web Desk
New Update
"Man Beaten to Death, Man Beaten to Death in kolkata

মৃত ইরশাদ আলম

Man Beaten to Death in Kolkata: বেশ কিছুদিন ধরেই রাজ্যের নানান জায়গায় গুজবের জেরে গণপিটুনির অভিযোগ সামনে এসেছে। এবার খাস কলকাতায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে বউবাজার এলাকার একটি ছাত্রাবাসের ছাত্রদের বিরুদ্ধে। জানা গিয়েছে, পুলিশ এই ঘটনায় এখন পর্যন্ত মোট ১৪ জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে অপহরণ, খুন, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতরা বিভিন্ন কলেজের প্রাক্তন ও বর্তমান পড়ুয়া। হোস্টেল থেকে উদ্ধার করা হয়েছে ৬টি ব্যাট একটি লাঠি। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার কাজ করছে পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত হোস্টেল সুপারের কোন প্রতিক্রিয়া মেলেনি।

Advertisment

খাস কলকাতায় এবার গণপিটুনির শিকার এক যুবক। মোবাইল চোর সন্দেহে ওই যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠে বউবাজারে ছাত্রাবাসের আবাসিক ছাত্রদের বিরুদ্ধে। অভিযোগ, ব্যাট, লাঠি দিয়ে বেধড়ক মারা হয় ওই যুবককে। তাতে মৃত্যু হয়েছে তার। জানা গিয়েছে মৃত যুবকের নাম ইরশাদ আলম, বয়স ৩৭। তিনি চাঁদনিচক এলাকায় একটি টিভি সারাইয়ের দোকানে কাজ করতেন।

আরও পড়ুন : < East-West Metro: গঙ্গার নীচে মেট্রো যাত্রা পুরো জমে ক্ষীর! বিনোদনের ঢালাও আয়োজন এবার হাতের মুঠোয় >

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই হোস্টেলের এক আবাসিক ছাত্রের একটি মোবাইল ফোন চুরি যায়। শুক্রবার সকালে হোস্টেলের পাশেই একটি দোকানের মালিক ছাত্রদের জানান, এক ব্যক্তি ওই চত্ত্বরে ঘোরাফেরা করছেন। ছাত্রাবাসের পাশেই রয়েছে একটি নামি মিষ্টির দোকান। সেখান থেকে টেনে হিঁচড়ে ছাত্ররা ওই যুবককে হোস্টেলে তুলে নিয়ে যায়। সেখানেই তাকে বেধড়ক মারধর করা হয় বলেই অভিযোগ।

ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছায় বউ বাজার থানার পুলিশ। পরে ঘটনাস্থলে আসে মুচিপাড়া থানার পুলিশ। এরপর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে প্রাণে বাঁচানো যায় নি। উল্লেখ্য, নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে কয়েক বছর আগে চোর সন্দেহে পিটিয়ে খুন করা হয়েছিল কোরপান শাহ নামে এক ব্যক্তিকে। শহরের বুকে এমন অমানবিক ঘটনায় মুখ খুলেছে সমাজের বিশিষ্টজনেরা। উঠেছে সোশ্যাল মিডিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন।

Mob Lynching kolkata news
Advertisment