মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি হয় গঙ্গার দুপাড়ে। হাওড়া-কলকাতায় ব্যাপক হিংসা-অশান্তি হয়। বিজেপি কর্মী-পুলিশ খণ্ডযুদ্ধে দুপক্ষের বহু আহত হন। এই অশান্তির মাঝে পড়ে মাথা ফাটে কলকাতা পুরসভার বর্ষীয়ান কাউন্সিলর মীনাদেবী পুরোহিত।
Advertisment
এমজি রোডে মারাত্মক জখম হন বিজেপির কাউন্সিলর। সঙ্গে সঙ্গে তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাজনৈতিক বিভেদ ভুলে মীনাদেবীকে দেখতে গেলেন মেয়র ফিরহাদ হাকিম।
কলকাতা পুরসভার ৪ নম্বর বরোর অন্তর্গত ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীনাদেবী। একসময়ে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র হয়েছিলেন। পুরসভায় দীর্ঘদিনের সহকর্মী ফিরহাদ-মীনাদেবী। তাই রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও সৌজন্যের খাতিরে আহত কাউন্সিলরকে দেখতে যান মেয়র ফিরহাদ।
বিশুদ্ধানন্দ হাসপাতালে গিয়ে কোনও রাজনৈতিক কথা বলেননি ফিরহাদ। তিনি বলেছেন, রাজনৈতিক দল আলাদা হতে পারে। কিন্তু আমরা বহুদিন একসঙ্গে কাজ করছি, তিনি আঘাত পেয়েছেন, তাই তাঁকে দেখতে এসেছি।