/indian-express-bangla/media/media_files/2025/08/21/metro-2025-08-21-16-52-19.jpg)
Kolkata Metro: কলকাতা মেট্রো।
মেট্রোয় জনপ্লাবন! এবার পুজোয় ইতিহাস গড়ার পথে কলকাতা মেট্রো। আজ মহানবমী। তবে বিগত চারদিনে রেকর্ড সংখ্যক যাত্রী মেট্রোয় চড়ে ঠাকুর দেখেছেন। এমনটা জানা গিয়েছে মেট্রো সূত্রে।
ঘরে বসেই ১লক্ষ ৮০ হাজারের নিশ্চিত আয়, পোস্ট অফিসের এই স্কিম সম্পর্কে জানেন কি?
পঞ্চমী থেকে অষ্টমী পর্যন্ত ৩৫.৫ লাখের বেশি যাত্রী কলকাতা মেট্রো ব্যবহার করেছেন। এসময় ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপের মাধ্যমে ৪.০৩ লাখের বেশি যাত্রী টিকিট বুক করেছেন। বিশেষ করে ৩০ সেপ্টেম্বর (অষ্টমী) একদিনে মেট্রোয় ভ্রমণ করেছেন ৮.২৭ লাখ যাত্রী।
অষ্টমীতে ব্লু লাইনে ভ্রমণ করেছেন ৬.৩৭ লাখের বেশি যাত্রী। পাশাপাশি ওই দিনেই গ্রিন লাইনে ভ্রমণ করেছেন ১.৬৫ লাখের বেশি যাত্রী। পঞ্চমী থেকে অষ্টমীর মধ্যে ব্লু লাইনে মোট ভ্রমণ করেছে ২৭.৩২ লাখ যাত্রী। আর গ্রিন লাইনে এই সময়ে ভ্রমণ করেছেন ৭.৩১ লাখের বেশি যাত্রী।
ভয়ঙ্কর দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুল ভবন, মৃত ৩, নিখোঁজ ৬৫
মেট্রোর নতুন স্কিমের আওতায় এই পুজোতে ২৫,৭৬৮টি নতুন স্মার্ট কার্ড ইস্যু করা হয়েছে, এবং ২,২৮,৪৯৩টি স্মার্ট কার্ড রিচার্জ করা হয়েছে। যার বৈধতা ১০ বছরের জন্য প্রযোজ্য থাকবে।
নতুন স্কিমে স্মার্ট কার্ডের ইস্যু মূল্য মাত্র ১০০ টাকা, যা সাধারণ যাত্রীদের জন্য খুবই সুবিধাজনক হয়েছে এবং টিকিট কাউন্টারে ভিড়ও কমাতে সাহায্য করেছে বলেই মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। এছাড়া পঞ্চমী থেকে অষ্টমী পর্যন্ত ৬০১টি ট্যুরিস্ট স্মার্ট কার্ডও বিক্রি হয়েছে।
পুজোয় ব্যাক To ব্যাক অফার! জিওর এই ৫টি রিচার্জ প্ল্যান কেন সেরা?
নবমীর রাতে ভিড় এড়াতে মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের অনুরোধ করেছে, মেট্রো স্টেশনে পৌঁছানোর আগে ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপের মাধ্যমে টিকিট বুক করতে, যাতে টিকিট কাউন্টারে অতিরিক্ত ভিড় এড়ানো যায়। এছাড়াও, যাত্রীদের স্মার্ট কার্ড বা ট্যুরিস্ট স্মার্ট কার্ড ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে, যা সময় এবং অর্থ বাঁচাতে সাহায্য করবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us