/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/Sealdah-Sector-Five-Metro.jpg)
Kolkata Metro: মেট্রোয় যাতায়াতকারী যাত্রীদের জন্য দারুণ সুখবর।
Metro Railway Kolkata: যাত্রীদের জন্য আরও এক যুগান্তকারী উদ্যোগ নিয়েছে কলকাতা মেট্রোরেলওয়ে কর্তৃপক্ষ। এবার থেকে রাতের দিকে মেট্রো পেতে আর সমস্যা নেই। কলকাতা মেট্রোয় ব্লু লাইনে রাতে বিশেষ মেট্রো পরিষেবা শুরু হয়ে যাচ্ছে।
সোমবার থেকে শুক্রবার আপ ও ডাউনে এই মেট্রো পরিষেবা রাত ১১টায় মিলবে। কবি সুভাষ ও দমদম থেকে একই সময়ে ছেড়ে যাবে মেট্রো। যাত্রাপথে সব স্টেশনেই থামবে ট্রেন। প্রতিটি স্টেশনে একটি করে টিকিট কাউন্টার টোকেন, স্মার্ট কার্ড বিক্রির জন্য খোলা থাকবে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এই তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, একটু বেশি রাতে মেট্রো না মেলায় অনেকেই দারুণ অসুবিধায় পড়েন। সরকারি সংস্থার পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থায় শিফটে ডিউটি করেন অনেকে। এছাড়াও ব্যাবসায়িক কাজ-সহ অন্য নানা কাজে ফি দিন শহরতলি থেকে কলকাতায় যাতায়াত করতে হয় বহু মানুষকে। বেশি রাতে মেট্রো না থাকায় তাঁদের অনেকেই বিকল্প যানে যাতায়াত করেন। সেক্ষেত্রে অনেক সময় বেশি ভাড়া দিয়ে যাতায়াত করতে হয় তাঁদের।
আরও পড়ুন- নম্বরপ্লেট দেখেই বুঝে নিন গাড়িটি বাংলার কোন জেলার, কীভাবে? জানুন এই সহজ জিনিসটি
তবে এবার সেই সমস্যা মেটার পথে। এবার থেকে রাত ১১টায় কলকাতা মেট্রোর ব্লু লাইনে কবি সুভাষ এবং দমদম থেকে মেট্রো ছাড়বে। স্বাভাবিকভাবেই মেট্রোরেলের নতুন এই পদক্ষেপের জেরে উপকৃত হবেন বহু যাত্রী।