Kolkata Metro: সপ্তাহের প্রথম দিনেই বিরাট বিপত্তি মেট্রোয়, চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের!

Metro Railway, kolkata: আবারও মেট্রোয় ভোগান্তি। সপ্তাহের প্রথম দিনে কাজে বেরিয়ে নাকাল যাত্রীরা।

Metro Railway, kolkata: আবারও মেট্রোয় ভোগান্তি। সপ্তাহের প্রথম দিনে কাজে বেরিয়ে নাকাল যাত্রীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata Metro,  9 lakh additional commuters,  Metro inauguration  ,Prime Minister Narendra Modi  ,new metro lines,  Green Line,  Yellow Line  ,Orange Line,  metro passenger services  ,city connectivity,কলকাতা মেট্রো  ,৯ লক্ষ অতিরিক্ত যাত্রী,  মেট্রো উদ্বোধন  ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,নতুন মেট্রো লাইন  ,গ্রিন লাইন,  ইয়েলো লাইন  ,অরেঞ্জ লাইন,  মেট্রো যাত্রী পরিষেবা  ,শহরের যোগাযোগ

Kolkata Metro: কলকাতা মেট্রো।

Kolkata Metrorail:সপ্তাহের প্রথম দিনেই ফের মেট্রোয় ভোগান্তি। কবি নজরুল স্টেশনে সোমবার সকাল ৮টা ২০ মিনিট নাগাদ হঠাৎই ডাউন লাইনে একটি মেট্রোর রেক বিকল হয়ে যায়। তারই জেরে বড়সড় বিপত্তি তৈরি হয়। সপ্তাহের প্রথম দিনে পথে বেরিয়ে চূড়ান্ত নাকাল হতে হয়েছে যাত্রীদের। বাদুরঝোলা ভিড়ে কেউ বাসে, কেউ অটোয় কেউবা ক্যাবে পৌঁছেছেন কর্মস্থলে।

Advertisment

জানা গিয়েছে, সোমবার সকাল ৮.২০ মিনিট নাগাদ হঠাৎই কবি নজরুল মেট্রো স্টেশনে ডাউন লাইনে একটি মেট্রোর রেক বিকল হয়ে যায়। ওই রেকটি ঘুরিয়ে আনা সম্ভব না হওয়াতেই বিপত্তি তৈরি হয়। 

আরও পড়ুন- Kolkata Metro:মেট্রোযাত্রীরা এই খবর আগে পড়ুন! পুজোর মুখে বাম্পার পরিষেবার দুরন্ত প্রশংসা

Advertisment

টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে আপ এবং ডাউন লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকলেও ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখতে হয়। এদিন সকালে শহীদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত পরিষেবা বন্ধ হয়ে যায়। বিভিন্ন মেট্রো স্টেশনে এই বিপত্তির কথা ঘোষণা করা হয় যাত্রীদের উদ্দেশ্যে।

আরও পড়ুন-Kolkata weather update:পুজোর মুখে ফের বাড়তে পারে ঝড়-বৃষ্টির দাপট! আবহাওয়ায় বড় বদল কবে থেকে?

এদিকে সপ্তাহের শুরুতেই এমন ঘোরতর এই ভোগান্তির জেরে বিরাট অসুবিধার মধ্যে পড়ে যান যাত্রীরা। প্রতিটি স্টেশনে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সপ্তাহের প্রথম দিনে কাজে বেরিয়ে চূড়ান্ত নাকাল পরিস্থিতির মধ্যে পড়তে হয় যাত্রীদের।

বাধ্য হয়েই অনেকে মেট্রো স্টেশনগুলি থেকে বেরিয়ে বাসে, অটোয়ে, অ্যাপ ক্যাবে নিজেদের গন্তব্যে পৌঁছেছেন। মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

kolkata metro Bengali News Today kolkata