/indian-express-bangla/media/media_files/2025/10/01/kolkata-metro-2025-10-01-08-00-13.jpg)
উৎসব আবহে সাফল্যের নয়া রেকর্ড
Kolkaya Metro: সেপ্টেম্বর মাসে কলকাতা মেট্রোতে ২ কোটি ৮ লাখেরও বেশি যাত্রী যাতায়াত করেছেন। বিশেষ করে দুর্গাপুজোর প্রথম তিন দিন—পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী—মেট্রোতে ২৭ লাখের বেশি যাত্রী চলাচল করেছেন। ওই তিন দিনের মধ্যে প্রায় ৩.১৭ লাখ যাত্রী (মোটের প্রায় ১২ শতাংশ) 'Aamar Kolkata Metro' অ্যাপের মাধ্যমে টিকিট বুক করেছেন। এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রোর তরফে।
মেট্রো সূত্রে জানানো হয়েছে, পুজোর ভিড়ের কারণে বিভিন্ন স্টেশনে অতিরিক্ত কর্মী, অফিসার ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে, যাতে যাত্রীদের চলাচল নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
তথ্য অনুযায়ী, সপ্তমী (২৯ সেপ্টেম্বর) একদিনেই ৯.০৪ লাখ যাত্রী মেট্রোতে যাতায়াত করেছেন। ব্লু লাইন একাই বহন করেছে ৭.০২ লাখ যাত্রী, আর গ্রিন লাইন চলাচল করেছে ১.৭৭ লাখ যাত্রী। পুজোর প্রথম দিনগুলোর রেকর্ড অনুযায়ী:
চতুর্থী: ৯.৩২ লাখ
পঞ্চমী: ৯.৮২ লাখ
ষষ্ঠী: ৮.৩৩ লাখ
ডিজিটাল টিকিটিং ও স্মার্ট কার্ডের জনপ্রিয়তা
যাত্রীদের দীর্ঘ লাইনের ঝামেলা এড়াতে মেট্রোতে ডিজিটাল টিকিটিং প্রচার চালানো হচ্ছে। স্মার্ট কার্ড এবং মোবাইল কিউআর টিকিট ব্যবহারে ৫ শতাংশ বোনাস বা রিবেট পাওয়া যায়। সেপ্টেম্বর ১–২৮ তারিখে ৭৪,০২২টি স্মার্ট কার্ড বিক্রি হয়েছে বলে মেট্রোর তরফে জানানো হয়েছে। পুজোর তিন দিনে নতুন ১৩,৫৭০টি কার্ড ইস্যু করা হয়েছে এবং ১,০৭,৯৭৩টি কার্ড রিনিউ হয়েছে।
যাত্রীদের জন্য সুবিধা
মেট্রো যাত্রীদের জন্য টুরিস্ট স্মার্ট কার্ড চালু করেছে, যার মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য সীমাহীন যাত্রা করা যায়। স্টেশনের বুকিং কাউন্টার থেকে এই কার্ড পাওয়া যায়:
৩ দিনের বৈধতা: ২৫০ টাকা
৫ দিনের বৈধতা: ৫৫০ টাকা
আরও পড়ুন-হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান বহুতল, মৃত্যুমিছিল, উৎসবের আনন্দ পরিণত হল বিষাদে
পুজোর তিন দিনে মোট ৫০১টি টুরিস্ট স্মার্ট কার্ড বিক্রি হয়েছে। মেট্রোর এক শীর্ষ কর্মকর্তা জানান, “মেট্রো হল সবচেয়ে সাশ্রয়ী, আরামদায়ক ও সহজ চলাচলের মাধ্যম, তাই ক্রমবর্ধমান সংখ্যক যাত্রী মেট্রো ব্যবহার করছেন।”
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us