Advertisment

kolkata Metro: রাজপথের দখল নেবেন মহিলারা, পাশে থাকার বার্তা দিয়ে দুরন্ত উদ্যোগ কলকাতা মেট্রোর

Kolkata Metro Extra Night Hours: আরজি কর (RG Kar Case) মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে উত্তাল রাজ্য। আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ বুধবার ১৪ আগস্ট, কলকাতা সহ জেলায় জেলায় ‘মেয়েরা রাতের দখল নাও’ শীর্ষক অভিযানের ডাক দেওয়া হয়েছে। মহিলাদের আন্দোলনে বিশেষ উদ্যোগ কলকাতা মেট্রোর।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata Metro Extra Night Hours: কলকাতা মেট্রো"

‘মেয়েরা রাতের দখল নাও’ কর্মসূচিতে যোগ দিতে বহু মানুষ রাস্তায় নামবেন। সেই ভিড় সামাল দিতেই রাতে চলবে অতিরিক্ত মেট্রো।

Kolkata Metro Extra Night Hours: আরজি কর (RG Kar Case) মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে উত্তাল রাজ্য। আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ বুধবার ১৪ আগস্ট, কলকাতা সহ জেলায় জেলায় ‘মেয়েরা রাতের দখল নাও’ শীর্ষক অভিযানের ডাক দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এখন দারুণ ট্রেন্ডিং ‘মেয়েরা রাতের দখল নাও’ কর্মসূচী । শহর কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও ‘মেয়েরা রাত দখল করো’ শীর্ষক ক্যাম্পেন চলছে জোর গতিতে। এবার এই কর্মসূচীকে সামনে রেখে দুরন্ত উদ্যোগ নিতে চলেছে কলকাতা মেট্রো।

Advertisment

‘মেয়েরা রাতের দখল নাও’ কর্মসূচিতে যোগ দিতে বহু মানুষ রাস্তায় নামবেন। সেই ভিড় সামাল দিতেই রাতে চলবে অতিরিক্ত মেট্রো। এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রোর তরফে। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, বিভিন্ন সংগঠন, মানুষজন ইমেলে আমাদের ১৪ অগাস্ট বিশেষ কর্মসূচীকে সামনে রেখে অতিরিক্ত মেট্রো চালানোর অনুরোধ জানিয়েছেন। সেই অনুরোধের প্রেক্ষিপ্তে এদিন দমদম ও কবি সুভাষ থেকে রাত ১০টা এবং ১০টা ২০ মিনিটে দুটি অতিরিক্ত মেট্রো ছাড়বে। প্রতিটি স্টেশনে থামবে এই দুটি মেট্রো। খোলা থাকবে টিকিট কাউন্টারও। থাকছে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা। অন্যান্য দিনের মত মেট্রো শেষ পরিষেবা মিলবে ১০টা ৪০ মিনিটে।

আরও পড়ুন - < RG Kar Case: ‘আরজি কর কাণ্ডে চক্রান্ত করে ছেলের নাম জড়াচ্ছে’, তৃণমূল বিধায়কের নিশানায় দলেরই একাংশ >

আরজি কর কাণ্ডের পরিপ্রেক্ষিপ্তে সোশ্যাল মিডিয়ায় দাবানলের মত ছড়িয়ে পড়েছে ‘মেয়েরা রাতের দখল নাও’ অভিযানে শামিল হওয়ার বার্তা। এদিন সকালেই এই অভিযানে সামিল থাকার বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। তৃণমূলের রাজ্যসভার সাংসদ এক্স হ্যান্ডলে লিখেছেন, “আমিও বুধবার প্রতিবাদকারীদের সাথে যোগ দিতে যাচ্ছি। কেন না লক্ষ লক্ষ বাঙালির মতো আমারও একটি কন্যা এবং ছোট নাতনি রয়েছে। আমাদের অবশ্যই এব্যাপারে সোচ্চার হতে হবে। নারীর প্রতি নিষ্ঠুরতা অনেক হয়েছে। আসুন একসাথে প্রতিরোধ করি। যাই হোক না কেন।”

kolkata metro RGKar medical college &amp; hospital The Night is Ours
Advertisment