Advertisment

Kolkata Metro: কলকাতা মেট্রোয় সফর এবার আরও আনন্দদায়ক, ডুব নস্টালজিয়ায়

Metro services In Kolkata: কলকাতা মেট্রোর ব্লু লাইনে কী এমন করেছে কর্তৃপক্ষ?

author-image
IE Bangla Web Desk
New Update
list of gates remaining open for commuters in night at blue line in kolkata metro

Metro Service: রাতের পরিষেবা নিয়ে বড় খবর!

Kolkata Metro Initiative For Kids: একঘেয়েমি কাটাতে বিশেষ ভাবে উদ্যোগ নিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। চলন্ত মেট্রোর ডিজিটাল ডিসপ্লে স্ক্রিনে দেখা যাচ্ছে জনপ্রিয় কার্টুন।

Advertisment

কীভাবে মেট্রো যাত্রা আকর্ষণীয় করে তোলা যায়? বিশেষ করে খুদেদের? তার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে মেট্রো কর্তৃপক্ষ। তারই অন্যতম কার্টুন ডিসপ্লে। উত্তর-দক্ষিণ রুটে মেট্রোর রেকের মধ্যে ডিজিটাল ডিসপ্লে স্ক্রিনে বিখ্যাত কার্টুন শো টম অ্যান্ড জেরি দেখানো শুরু হয়েছে।

সাধারণত ডিসপ্লে-তে পরবর্তী স্টেশনের নাম এবং রুট ম্যাপ দেখা যায়। ওই ডিসপ্লে স্ক্রিনেই দেখা যাচ্ছে, টম অ্যান্ড জেরি। ফলে শিশুদের ভ্রমণে এখন আর একঘেঁয়েমি লাগবে না। এতে যেমন সুবিদা হবে খুদেদের অভিভাকদের, তেমনই বড়-রা ডুব দিতে পারবেন নস্টালজিয়ায়।

publive-image
ডিসপ্লে স্ক্রিনে দেখা যাচ্ছে কার্টুন টম অ্যান্ড জেরি।

মেট্রো কর্তৃপক্ষের এই উদ্যোগে ভীষণ খুশি সব বয়সী যাত্রীরাই। একজন মেট্রোর ব্যবহারকারী লিখেছেন, 'শীঘ্রই দিল্লি মেট্রোতে এটি প্রয়োজন।' অন্য একজন মেট্রো যাত্রী লিখেছেন, 'আজকের প্রাপ্তবয়স্কদের পচা সব বিষয় দেখানোর চেয়ে কার্টুন দেখানো অনেক ভাল।' আরও একজন যাত্রী বলেছেন, 'শুধু বাচ্চাদের জন্য নয়, আমিও কার্টুন দেখছি। কিন্তু সমস্যা হল যে, যাত্রাপথে কার্টুনের ক্লাইম্যাক্সে পৌঁছনোর আগেই যদি গন্তব্য স্টেশন চলে আসে তবে আমি পরবর্তী স্টেশনে নামব। কিন্তু, পুরোটা দেখে তবেই মেট্রো ছাড়ব।'

আরও পড়ুন- রোজই চড়েন লোকাল ট্রেনে, জানেন সেটা EMU নাকি MEMU? পার্থক্য কোথায়? জানুন সহজে

kolkata metro Metro Service
Advertisment