Advertisment

৩৪ বছরের রেকর্ড ভাঙল কলকাতার পাতাল রেল

‘‘আমরা যা‌ত্রীদের জন্য একটা টুরিস্ট গাইডও তৈরি করেছি, যাতে কোন স্টেশনে নামলে কোন পুজো দেখা যাবে তা যাত্রীরা জেনে নিতে পারছেন। এই টুরিস্ট গাইডটি স্বচ্ছন্দে পকেটের মধ্যেও ঢুকিয়ে নেওয়া যাচ্ছে।’’

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata metro, কলকাতা মেট্রো

৩৪ বছরের রেকর্ড ভঙ্গ

ফের ভাঙল রাজ্যের ৩৪ বছরের রেকর্ড। না, এ কোনও রাজনীতির পট পরিবর্তনের কথা নয়। এ রেকর্ড কলকাতা মেট্রোর। ষষ্ঠীর দিন এ যাবৎ-এর সবচেয়ে বেশি যাত্রী সমাগম হল কলকাতা মেট্রোতে। রেল সূত্রেএ এ খবর জানা গেছে। সোমবার ষ্ষঠীর দিন মেট্রো রেলের যাত্রীর সংখ্যা ছিল ৯.১১ লক্ষ। সংবাদ সংস্থা পিটিআইকে মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রথম চলা শুরু করার পর থেকে ৩৪ বছরের মধ্যে এটাই যাত্রী সমাগমের রেকর্ড।’’

Advertisment

এর আগের রেকর্ড ছিল এ বছরেই। ২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর মেট্রোয় যাত্রীসমাগম হয়েছিল ৮.৭৮ লক্ষ। মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, শহর জোড়া পুজো দেখার জন্য মেট্রোকেই এখন সবচেয়ে বেশি করে বেছে নিচ্ছেন সারা কলকাতার মানুষ। ইন্দ্রাণীর কথায়, ‘‘আমরা যা‌ত্রীদের জন্য একটা টুরিস্ট গাইডও তৈরি করেছি, যাতে কোন স্টেশনে নামলে কোন পুজো দেখা যাবে তা যাত্রীরা জেনে নিতে পারছেন। এই টুরিস্ট গাইডটি স্বচ্ছন্দে পকেটের মধ্যেও ঢুকিয়ে নেওয়া যাচ্ছে।’’ এর ফলে শতাব্দীপ্রাচীন বাগবাজারের পুজোমণ্ডপ দেখতে উৎসাহী যাঁরা, তাঁরা শোভাবাজারে নেমে যেত পারছেন। আবার এবছর ৫০ পূর্ণ করল যে মহম্মদ আলি পার্কের পুজো, তা দেখার জন্য উৎসাহীরা মহাত্মা গান্ধী রোড স্টেশন বা সেন্ট্রাল স্টেশনে নেমে যেতে পারবেন।

সোমবার, ষষ্ঠীর দিনে ভিড় সামলাতে মোট ৩০০ ট্রেন চালায় কলকাতা মেট্রো। সপ্তমী, অষ্টমী ও নবমীতে ২২৪টি করে ট্রেন চালানোর কথা রয়েছে। দশমীর দিন মেট্রো চলবে বিকেল ১ টা ৪০ থেকে পরদিন ভোর ৪টে পর্যন্ত। ‘‘পুজোর ব্যাপক ভিড় সামলাতে সমস্ত রকম ব্যবস্থা কলকাা মেট্রোর তরফ থেকে নেওয়া হয়েছে। সমস্ত রকম নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, স্টেশনে স্টেশনে রাখা হয়েছে মেডিক্যাল টিমও,’’ জানিয়েছেন জনসংযোগ আধিকারিক। ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, ‘‘কলকাতা মেট্রোর পরিষেবার জন্য অতিরিক্ত কোনও রেক ব্যবহার করা হয়নি বা অতিরিক্ত কোনও লোক নিয়েগ করা হয়নি। রাতের বেলা চলছে রক্ষণা বেক্ষণের কাজ, কার্যত আমরা ২৪X৭ কাজ করে চলেছি। গোটা বিযবস্থার দেখভাল করছেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পিসি শর্মা’’।

kolkata metro Durga Puja 2019
Advertisment