Advertisment

Kolkata Metro: মেট্রোযাত্রীরা এখবর এখনই পড়ুন! নয়তো আজ থেকেই ঘোর সমস্যায় পড়তে পারেন!

Kolkata Metro: কলকাতা শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের ক্ষেত্রে অন্যতম বড় ভরসা মেট্রোরেল। যাত্রীদের সুবিধার্থে নানা সময়ে নানা পদক্ষেপ করতে দেখা যায় মেট্রোরেল কর্তৃপক্ষকে। এবার কলকাতা মেট্রোর কয়েকটি স্টেশনে একটি পাইলট প্রোজেক্ট হাতে নিয়েছে কর্তৃপক্ষ। আজ ১ অগাস্ট থেকেই কলকাতা মেট্রোর কয়েকটি স্টেশনে শুরু হয়ে যাচ্ছে সেই পাইলট প্রোজেক্ট। সেই বিষয়টি নিয়েই বিশেষ এই প্রতিবেদন।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata metro blue line streching last metro time, রাতে মেট্রো চলাচলের সময় বাড়ছে

Kolkata Metro: কলকাতা মেট্রো। প্রতীকী ছবি।

Metro Railway Kolkata: কলকাতা মেট্রোর (Kolkata Metro) যাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। কলকাতা মেট্রোর তিনটি স্টেশনে আজ থেকেই নেই কোনও টিকিট কাউন্টার। মেট্রোরেলের তরফে রীতিমতো বিবৃতি দিয়ে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় আজ ১ আগস্ট বৃহস্পতিবার থেকে মেট্রো রেলের পার্পল লাইনে তারাতলা এবং সখের বাজার মেট্রো স্টেশন এবং অরেঞ্জ লাইনের কবি সুকান্ত স্টেশন বুকিং কাউন্টার বিহীন স্টেশন হিসেবে আত্মপ্রকাশ করল।

Advertisment

মেট্রোরেলের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে জানানো হয়েছে, তারাতলা স্টেশনে দৈনিক গড় যাত্রী হয় মাত্র ৭০ জন। যেখানে গড়ে ২২০ জন যাত্রী প্রত্যহ কবি সুকান্ত মেট্রো স্টেশন ব্যবহার করেন। সখেরবাজারে এই সংখ্যা মাত্র ৫৫ জন। যেহেতু উল্লিখিত তিনটি স্টেশনে যাত্রী সংখ্যা খুবই কম হচ্ছে তাই মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ আজ ০১/০৮/২০২৪ তারিখ থেকে এই তিনটি স্টেশনকে "বুকিং কাউন্টার বিহীন স্টেশন" হিসাবে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে।

এই স্টেশনগুলিতে ওই দিন থেকে টোকেন, নতুন স্মার্ট কার্ড (Smart Card) বিক্রি বা স্মার্ট কার্ড রিচার্জ (Smart Card Recharge) করার জন্য কোনও বুকিং কাউন্টার খোলা থাকবে না এবং কোনও বুকিং কর্মীও উপস্থিত থাকবেন না। পরিবর্তে, যাত্রীদের স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড রিচার্জ মেশিন (ASCRM) থেকে টোকেন, স্মার্ট কার্ড, কাগজের QR কোড-ভিত্তিক টিকিট কিনতে হবে । তাঁরা এই মেশিনগুলি থেকে তাঁদের স্মার্ট কার্ডও রিচার্জ করতে পারবেন।

আরও পড়ুন- Ilish: বাড়ছে জোগান, এবছর কোথায় নামতে পারে ইলিশের দাম? শুনেই লাফাবে ভোজনরসিক বাঙালি!

এজন্য, এসব স্টেশনে ইতিমধ্যে ASCRM মেশিন বসানো হয়েছে। এই তিনটি স্টেশনের প্রতিটিতে যাত্রীদের সুবিধার জন্য দুটি করে ASCRM মেশিন বসানো হয়েছে। উল্লেখ্য, এই ASCRM মেশিনগুলি কলকাতা মেট্রোতে ভ্রমণের অভিজ্ঞতা আরও মনোরম করতে চলেছে। যাত্রীরা ASCRM -এ UPI পেমেন্ট ভিত্তিক টিকিটিং ব্যবস্থাও বেছে নিতে পারেন।

আরও পড়ুন- Richest Distrcit in West Bengal: বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে ‘বড়লোক’ জেলা কোনটি? নাম জানলে তাজ্জব হবেনই!

আশা করা হচ্ছে যে, মেট্রো ব্যবহারকারীরা নতুন এই ব্যবস্থাকে স্বাগত জানাবেন এবং সময়ের সাথে সাথে এটি জনপ্রিয় হয়ে উঠবে। আগামী ৬ মাস মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নজর রাখবে এবং যাত্রীদের প্রতিক্রিয়া বিশ্লেষণ করবে। ৬ মাস পরে পরিস্থিতি পর্যালোচনা করা হবে এবং পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Metro kolkata metro Metro Service
Advertisment