Advertisment

ফের বিপত্তি! মেট্রোয় আগুন-আতঙ্ক, অসুস্থ ৪০ যাত্রী

সব যাত্রীকে নিরাপদে সরানো হয়েছে বলে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানিয়েছেন কলকাতা মেট্রোর মুখ্যজনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata metro, কলকাতা মেট্রো

কলকাতা মেট্রোয় আগুন-আতঙ্ক। স্টেশনের বাইরে যাত্রীদের ভিড়। ছবি: শুভপম সাহা।

কলকাতা মেট্রোর কামরায় এবার আগুন-আতঙ্ক! বৃহস্পতিবার বিকেলে দমদমগামী মেট্রোর এসি রেকে ধোঁয়া দেখা যায়। ওই রেকটির প্রথম কামরায় আগুন লাগে বলে খবর। এরপরই মাঝপথে দাঁড়িয়ে পড়ে মেট্রো। ধোঁয়ায় মুহূর্তে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। রবীন্দ্রসদন ও ময়দান স্টেশনের মাঝে এমন ঘটনা ঘটেছে বলে কলকাতা মেট্রো রেল সূত্রে খবর। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ৩টি গাড়ি। ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীও। সূত্র মারফৎ জানা গিয়েছে, এ ঘটনায় ৪০ জন যাত্রী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে ৩৫ জনকে পাঠানো হয়েছে এসএসকেএমে। বাকি ৫ জনকে পাঠানো হয়েছে কলকাতা মেডিক্যালে।

Advertisment

metro, মেট্রো ময়দান স্টেশনের ভিতরের ছবি।

সব যাত্রীকে নিরাপদে সরানো হয়েছে বলে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানিয়েছেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘সব যাত্রীকেই নিরাপদে সরানো হয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্রই আমরা দমকলকে জানাই। ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের বিপর্যয় দলও।’’





আরও পড়ুন, নববর্ষের রাতে কলকাতা মেট্রোয় বিভ্রাট, জানলার কাচ ভেঙে বেরোলেন যাত্রীরা

ওই মেট্রোরই যাত্রী ছিলেন সোমশঙ্কর চক্রবর্তী। তিনি জানিয়েছেন, ‘‘আগুন লেগেছিল দু জায়গায়। বাকি জায়গাগুলি থেকে আগুনের ফুলকি বেরোচ্ছিল। অন্যদিকে শীতকালে সকলে সহজদাহ্য গরম কাপড় গায়ে দিকে থাকায় তা থেকেও ঝুঁকি বেড়ে গিয়েছিল। অধিকাংশ যাত্রীই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন।‘‘

এ ঘটনার জেরে প্রথমে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে যাত্রীদের উদ্ধারের পর, সেন্ট্রাল ও ময়দান স্টেশন এবং টালিগঞ্জ ও কবি সুভাষের মধ্যে আপ ও ডাউন লাইনে মেট্রো পরিষেবা শুরু করা হয়। এদিকে, এ ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন বহু যাত্রীই। এসি রেকের জানলার কাচ ভেঙে অনেক যাত্রীকে বের করে আনা হয়। এ ঘটনায় মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অনেকে। অ্যাম্বুল্যান্স, জলের কোনও ব্যবস্থা করা হয়নি বলে ক্ষোভ উগড়ে দিয়েছেন অনেক যাত্রী।

উল্লেখ্য গত সপ্তাহেই চাঁদনি চক মেট্রো স্টেশনে লাইনে ফাটল দেখা যায়। সেদিনও বিঘ্নিত হয় মেট্রো চলাচল। মেট্রোর এসি রেকে ধোঁয়া বেরোনোর ঘটনা অবশ্য নতুন কিছু নয়। ষষ্ঠীর দুপুরে সেন্ট্রাল মেট্রো স্টেশনে আগুন-আতঙ্ক ছড়ায়। বারবার মেট্রোয় এমন ধরনের ঘটনায় স্বভাবতই আতঙ্কে যাত্রীরা।

kolkata news
Advertisment