/indian-express-bangla/media/media_files/2025/08/22/cats-2025-08-22-21-36-37.jpg)
তিনটি নতুন মেট্রো রুটে রবিরারও চালু পরিষেবা? Photograph: (পার্থ পাল)
Kolkata Metro: কলকাতার মেট্রো যাত্রীদের জন্য সুখবর! তিনটি নতুন মেট্রো রুটে আজ থেকেই চালু হল বাণিজ্যিক পরিষেবা
আজ শুক্রবার থেকে মহানগরের মেট্রো যাত্রীদের জন্য খুলে গেল নতুন দিগন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় তিনটি নতুন মেট্রো প্রকল্প এবং হাওড়ায় একটি 'আন্ডারপাস' উদ্বোধন করলেন। একইসঙ্গে তিনি এই নতুন পরিষেবাগুলির সূচনা করেন। এর ফলে আজ থেকে যাত্রীদের জন্য চালু হল নোয়াপাড়া–জয় হিন্দ বিমানবন্দর (ইয়েলো লাইন), হাওড়া ময়দান–সল্টলেক সেক্টর ফাইভ (গ্রিন লাইন) এবং কবি সুভাষ–বেলেঘাটা (অরেঞ্জ লাইন) রুটে মেট্রো পরিষেবা।
গ্রিন লাইন (হাওড়া ময়দান–সল্টলেক সেক্টর ফাইভ)
শুক্রবার থেকে এই লাইনে সপ্তাহে সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন মোট ১৮৬টি পরিষেবা চালু থাকবে—হাওড়া ময়দান ও সেক্টর ফাইভ থেকে ৯৩টি করে প্রতি ৮ মিনিট অন্তর ট্রেন চলবে।
প্রথম ট্রেন: সকাল ৬:৩০ (হাওড়া ময়দান থেকে), সকাল ৬:৩২ (সল্টলেক সেক্টর ফাইভ থেকে)
শেষ ট্রেন: রাত ৯:৪৫ (হাওড়া ময়দান থেকে), রাত ৯:৪৭ (সল্টলেক সেক্টর ফাইভ থেকে)
রবিবার পরিষেবা কিছুটা সীমিত থাকবে। সেদিন ১০৪টি ট্রেন চলবে এবং প্রতি ১৫ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে। রবিবার প্রথম ট্রেন সকাল ৯টায় এবং শেষ ট্রেন রাত ৯:৪৫–৯:৪৭ এর মধ্যে চলবে।
অরেঞ্জ লাইন (কবি সুভাষ–বেলেঘাটা)
আগামী সোমবার, অর্থাৎ ২৫ আগস্ট থেকে এই রুটে ৬০টি পরিষেবা চালু হবে। সোমবার থেকে শুক্রবার প্রতিদিনই ৩০টি ট্রেন কবি সুভাষ থেকে এবং ৩০টি বেলেঘাটা থেকে চলবে। প্রতি ২৫ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে।
প্রথম ট্রেন: সকাল ৮টা (দুই দিক থেকেই একসঙ্গে)
শেষ ট্রেন: রাত ৮:০৫ (দুই দিক থেকেই একসঙ্গে)
শনিবার ও রবিবার এই লাইনে মেট্রো চলবে না।
ইয়েলো লাইন (নোয়াপাড়া–জয় হিন্দ বিমানবন্দর)
২৫ আগস্ট থেকে শুরু হবে এই পরিষেবাও। সোমবার থেকে শুক্রবার প্রতিদিন মোট ১২০টি ট্রেন চলবে। নোয়াপাড়া ও জয় হিন্দ বিমানবন্দর থেকে ৬০টি করে ট্রেন মিলবে। ট্রেন চলবে ১০–১৫ মিনিট অন্তর।
প্রথম ট্রেন: সকাল ৭:৫৮ (দুই দিক থেকেই)
শেষ ট্রেন: রাত ৮টা (দুই দিক থেকেই)
শনিবার ও রবিবার এই রুটে মেট্রো চলবে না।
নতুন রুটগুলি চালু হওয়ায় মহানগরের পরিভিন ব্যবস্থায় এক বিশাল পরিবর্তন আসবে বলে মনে করছেন যাত্রীরা। প্রতিদিনের ব্যস্ত জীবন আরও কিছুটা সহজতর হতে চলেছে।