দমবন্ধ করোনা আতঙ্ক অতীত। দু'বছর পর এবার পুজোর দেদার আনন্দে মেতেছে বাঙালি। নির্ভয়ে বাধনমুক্ত হয়ে পুজোর কেনাকাটা, ঘোরাঘুরি করছে রাজ্যবাসী। বারে বারে সেই প্রমাণ মিলেছে শহরে অন্যতম লাইফ লাইন কলকাতা মেট্রোর যাত্রী পরিসংখ্যানে। তৃতীয়া, চতুর্থীতেই মেট্রোয় ছিল চিড়ে চ্যাপটা ভিড়। লাখ লাখ মানুষ মেট্রোর সওয়ারি হয়েছে। দেদার লাভ করেছে মেট্রো। পুজোর আগে প্রত্যেকদিনই মেট্রোয় রেকর্ড ভিড় ও লাভের ক্ষতিয়ান প্রকাশ্যে এসেছিল। সেই ধারা বজায় রইল দুর্গা পুজোর পঞ্চমী থেকে দশমী-তেও।
কলকাতা মেট্রোর তরফে বৃহস্পতিবার প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, পুজোর ছয় দিন যাত্রী সংখ্যা ও লাভের অঙ্কে অতীতের সব রেকর্ড ভেঙে গিয়েছে এ বছর। বিবৃতিতে উল্লেখ, 'এই বছরের মহাপঞ্চমী থেকে বিজয়াদশমী পর্যন্ত মেট্রো রেল ৩৯ লক্ষ ২০ হাজার ৭৮৯ জন যাত্রী বহন করেছে। এর মধ্যে উত্তর-দক্ষিণ মেট্রো ৩৭ লক্ষ ৪১ হাজার ৩৬১ জন যাত্রী বহন করেছে এবং পূর্ব-পশ্চিম মেট্রো এই ছয় দিনে ১ লাখ ৭৯ হাজার ৪২৮ জন যাত্রী বহন করেছে।'
এছাড়াও উল্লেখ, 'মেট্রো এই দিনগুলিতে টোকেন, স্মার্ট কার্ড এবং স্মার্ট কার্ড রিচার্জ করে ৬ কোটি ০৬ লাখ ৯৪ হাজার ৫৬ টাকা আয় করেছে৷ এর মধ্যে উত্তর-দক্ষিণ মেট্রো আয় করেছে ৫ কোটি ৭৯ লাখ ৯০ হাজার ৭১৬ টাকা এবং ইস্ট-ওয়েস্ট মেট্রো ২৭ লাখ ৩ হাজার ৩৪০ টাকা আয় করেছে।'
পুজোর ছয় দিন বিপুল যাত্রী সংখ্যা ও লাভের ফলে খুশি কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
পুজোর তিন দিন রাতভর মেট্রো চলেছিল। পঞ্চমী-ষষ্ঠীতে ২৮৮টি মেট্রো পরিষেবা দেওয়া হয়। সপ্তমী, অষ্টমী, নবমীতে ২৪৮টি ট্রেন চলে। দশমীতে চলেছিল ১৩২টি মেট্রো। ফলে দর্শনার্থীদের রাতভর জেগে ঠাকুর দেখায় সুবিধা হয়। রেকর্ড লাভ হয় মেট্রোরও।