Advertisment

ভিড়ের সুযোগে বিনা টিকিটে মেট্রোয়? ধরা পড়লেই গুণতে হবে কড়া মাশুল!

মেট্রোরেল কর্তৃপক্ষের এই তৎপরতার সুফল মিলছে বলে দাবি সূত্রের।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata Metro Rail Authority taken several steps to catch ticketless passengers

কলকাতা মেট্রোরেল।

চটজলদি ঠাকুর দেখায় মেট্রোরেল ফার্স্ট চয়েস। মেট্রোয় চেপে শহরের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ঘুরে ঘুরে ঠাকুর দেখার হিড়িক বহু বছরের। এবারও তার অন্যথা হয়নি। পঞ্চমীর আগে থেকেই মেট্রোয় ভিড় বেড়েছে। ষষ্ঠীর সকাল থেকেও কাতারে কাতারে যাত্রীদের ভিড় পাতালপথে। তবে একাংশের যাত্রীরা টিকিট কাটছেন না বলে অভিযোগ। তাঁদেরই জন্য মেট্রো কর্তৃপক্ষকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এবার বিনা টিকিটের যাত্রী ধরতে একগুচ্ছ পদক্ষেপ করছে কলকাতা মেট্রোর।

Advertisment

বিনা টিকিটের যাত্রী ধরতে কোন পদক্ষেপ মেট্রোর?

জানা গিয়েছে, অসাধু যাত্রীদের ধরতে এবার জোরদার ধরপাকড় শুরু করে দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। স্টেশনগুলিতে ঢোকা ও বেরনোর গেটগুলিতে নজরদারি বহুগুণে বাড়ানো হয়েছে। দুর্গাপুজোর সময় প্রবল ভিড়ের সুযোগ নিয়ে এক শ্রেণির যাত্রীরা টিকিট কাটছেন না বলে অভিযোগ। তাঁদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নিতে এবার চূড়ান্ত তৎপরতা মেট্রোরেল কর্তৃপক্ষেরও।

বিনা টিকিটের যাত্রীদের আড়াইশো টাকা জরিমানা করা হচ্ছে। এছাড়াও অভিযুক্ত যে দূরত্ব অতিক্রম করেছেন তার ভাড়াও তাঁকে গুণতে হচ্ছে। পুজোর দিনগুলিতে মেট্রোর প্রতিটি স্টেশনেই বিনা টিকিটের যাত্রী ধরতে এবার বেনজির তৎপরতা মেট্রোরেল কর্তৃপক্ষের।

আরও পড়ুন- তাকলাগানো প্রতিভা! ঠাকুর তৈরিতে হাতেখড়িই হয়নি, এহেন খুদের দারুণ কীর্তি চর্চায়!

উল্লেখ্য, দুর্গাপুজোর সময় যাত্রীদের প্রবল ভিড় থাকছে। একাধিক ক্ষেত্রে তিন-চারজনের টিকিট কেটে হুড়োহুড়ি করে গেট থেকে বেড়িয়ে পড়ছেন ছয়-সাত বা তারও বেশি সংখ্যক যাত্রী। মেট্রোর বিভিন্ন স্টেশনে এক শ্রেণির অসাধু যাত্রীদের এই পদক্ষেপে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষকে। এবার তাই 'বেয়ারা' যাত্রীদের বাগে আনতে বেনজির ব্যবস্থা মেট্রোয়।

মেট্রোরেল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই মেট্রোর বিভিন্ন স্টেশনে এই ধরনের তৎপরতা পুরোদমে চালু করে দিয়েছে কর্তৃপক্ষ। মেট্রোরেলে টিকিটি চেকিং সিস্টেম চালু হওয়ার সুফলও মিলছে বলে জানা গিয়েছে।

West Bengal Durga Puja kolkata kolkata metro
Advertisment