Advertisment

প্রাণের পুজো আরও জমজমাট! পঞ্চমী থেকে দশমী বাম্পার সার্ভিস মেট্রোর, জানুন সময়সূচি

পঞ্চমী থেকে শুরু করে দশমী পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পর্কে বিশদে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata metro rail special service for durga puja 2023

পঞ্চমী থেকে শুরু করে দশমী পর্যন্ত বিশেষ পরিষেবা দেবে কলকাতা মেট্রোরেল।

দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। দোরগোড়ায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব। বছরভরের অপেক্ষা শেষের কাউন্টডাউন শুরু। দুর্গাপুজোর দিনগুলিতে তিলোত্তমা মহানগরীর রূপ হয় আরও মোহময়ী, আরও প্রাণবন্ত। দিকে-দিকে বড়-বড় সুদৃশ্য মণ্ডপ আর তাকলাগানো আলোকসজ্জা দেখলে প্রাণ জুড়িয়ে যায়। পুজোর দিনগুলিতে কলকাতায় ঠাকুর দেখার মজাটাই আলাদা। ইতিমধ্যেই অবশ্য এব্যাপারে মোটামুটিভাবে একটা প্ল্যান ছকা হয়ে গিয়েছে অনেকেরই। ভিড় এড়িয়ে পাতালপথে এগোলে সহজেই কলকাতার একটা বড় অংশের ঠাকুর চটজলদি দেখা হয়ে যায়। ফি বার উৎসবের দিনগুলিতে দর্শনার্থীদের সুবিধার্থে বাড়তি পরিষেবা দেয় কলকাতা মেট্রোরেল। এবারও যার অন্যথা হয়নি। এবারও পুজোর দিনগুলিতে নজরকাড়া পরিষেবা দেবে কলকাতা মেট্রো। পঞ্চমী থেকে শুরু করে দশমী পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পর্কে বিশদে জেনে নিন।

Advertisment

পঞ্চমী ও ষষ্ঠী

জানা গিয়েছে, এবছর পঞ্চমী ও ষষ্ঠীতে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত ২৮৮টি মেট্রো চলবে। পঞ্চমী ও ষষ্ঠীর দিন কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে আপ ও ডাউনে সকাল ৬.৫০ মিনিটে মেট্রো চলাচল শুরু করবে। দমদম-দক্ষিণেশ্বরে ওই দু'দিন সকাল ৬.৫৫ মিনিটে এবং দক্ষিণেশ্বর-কবি সুভাষগামী মেট্রোয় সকাল ৭ টায় উঠতে পারবেন যাত্রীরা। পঞ্চমী ও ষষ্ঠীর দিনে দমদম থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০.৩৮ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১০.৪০ মিনিটে। দমদম-কবি সুভাষ ও কবি সুভাষ-দমদম রুটে শেষ মেট্রো ছাড়বে রাত ১০.৫০ মিনিটে।

সপ্তমী, অষ্টমী ও নবমী

এবছর দুর্গাপুজোর সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন কলকাতা মেট্রোয় ২৪৮টি মেট্রো চলবে। সপ্তমী, অষ্টমী ও নবমীতে দুপুর ১২.৫৫ মিনিটে দমদম-দক্ষিণেশ্বর রুটে প্রথম মেট্রো পরিষেবা শুরু হবে। সপ্তমী, অষ্টমী ও নবমীতে মেট্রোযাত্রীরা দুপুর ১টায় দমদম-কবি সুভাষ, কবি সুভাষ-দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর-কবি সুভাষ, মহানায়ক উত্তম কুমার-দক্ষিণেশ্বর, গীতাঞ্জলি-দমদম, শ্যামবাজার-কবি সুভাষ পর্যন্ত ট্রেন পাবেন। দুর্গাপুজোর এই তিন দিন শেষ মেট্রো দক্ষিণেশ্বর-কবি সুভাষ এবং কবি সুভাষ-দক্ষিণেশ্বরের দিক থেকে ছাড়বে ভোর ৩.৪৮ মিনিটে। এরই পাশাপাশি দমদম-কবি সুভাষ ও কবি সুভাষ-দমদমের দিকে শেষ মেট্রো ছাড়বে ভোর ৪টেয়।

আরও পড়ুন- ‘ঈশ্বরের’ তালিমেই দুর্গামূর্তি গড়ে চলেছেন নূর মহম্মদ, প্রাণের পুজোয় সম্প্রীতির অপরূপ ছবি

দশমী

দশমীতেও থাকে ঠাকুর দেখার ধুম। সেকথা ভেবে ওই দিনও বিশেষ পরিষেবা বহাল রাখবে কলকাতা মেট্রো। জানা গিয়েছ, এবছর দশমীতে ১৩২টি মেট্রো চালানো হবে। এবছর দশমীতে দমদম-দক্ষিণেশ্বর, দমদম-কবি সুভাষ, কবি সুভাষ-দক্ষিণেশ্বর ও দক্ষিণেশ্বর-কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হবে দুপুর ১টায়। দশমীর দিন রাত ৯.৪৮ মিনিটে দক্ষিণেশ্বর-কবি সুভাষ ও রাত ৯.৫০ মিনিটে কবি সুভাষ-দক্ষিণেশ্বরের দিকে শেষ মেট্রো ছাড়বে। দশমীর দিনেও ৭ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা। দশমীর দিন দমদম-কবি সুভাষ এবং কবি সুভাষ-দমদমগামী শেষ মেট্রো ছেড়ে যাবে রাত ১০টায়।

আরও পড়ুন- রোদ ঝলমলে আকাশে উৎসবের ভরপুর আমেজ! পুজোর ঠিক আগে আগে নতুন করে দুর্যোগ?

kolkata news kolkata metro West Bengal Metro Service durgapuja 2023
Advertisment