শুরু হয়ে গেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। শহর কলকাতা সেজে উঠেছে রঙিন আলোয়। কলকাতা বা শহরতলিতে ঠাকুর দেখতে অনেকেরই প্রথম ভরসা পাতালপথ। মেট্রোয় চেপে দুগ্গা দর্শনে বরাবরই ঝোঁক থাকে একটা বড় অংশের দর্শনার্থীদের। তাঁদের কথা চিন্তা করেই প্রতিবারই দুর্গাপুজোর দিনগুলিতে নজরকাড়া পরিষেবা দেয় কলকাতা মেট্রোরেল। এবারও তার অন্যথা হয়নি। পুজোর দিনগুলিতে ফি বারের মতো এবারও বিশেষ পরিষেবা দিচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষ। পঞ্চমী ও ষষ্ঠীতে ২৮৮টি মেট্রো থাকছে যাত্রী পরিষেবায়।
পঞ্চমী ও ষষ্ঠীতে সকালের দিকের মেট্রোর সময়সূচি:
পঞ্চমী ও ষষ্ঠীতে যাত্রী পরিষেবায় থাকবে ২৮৮টি মেট্রো। কবি সুভাষ, দমদম এবং দক্ষিণেশ্বর থেকে পঞ্চমী ও ষষ্ঠীতে সকাল ৬.৫০ থেকে ৭টার মধ্যে ছেড়ে যাবে প্রথম মেট্রো। পঞ্চমী-ষষ্ঠীতে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের দিকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬.৫০ মিনিটে।
ওই একই সময়ে দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে ছেড়ে যাবে প্রথম মেট্রো। সকাল ৬.৫৫ মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বরের দিকে ছেড়ে যাবে প্রথম মেট্রো। সকাল ৭টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের দিকে ছেড়ে যাবে ফার্স্ট মেট্রো।
পঞ্চমী ও ষষ্ঠীতে রাতে দিকের মেট্রোর সময়সূচি:
দক্ষিণেশ্বর, কবি সুভাষ, দমদম থেকে পঞ্চমী ও ষষ্ঠীতে রাত ১০.০৮ থেকে ১০.৫০-এর মধ্যে ছেড়ে যাবে শেষ মেট্রো। পঞ্চমী ও ষষ্ঠীতে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ০৮ মিনিটে।
আরও পড়ুন- সপ্তমী to দশমী, শিয়ালদহ-সল্টলেক সেক্টর ফাইভ রুটেও তাকলাগানো পরিষেবা মেট্রোর
এই দু'দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের দিকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটে। রাত ১০টা ৫০ মিনিটে দমদম থেকে কবি সুভাষের দিকে শেষ মেট্রো ছেড়ে যাবে। ওই একই সময়ে কবি সুভাষ থেকে দমদমের দিকে ছেড়ে যাবে রাতের শেষ মেট্রো।