কলকাতার বুকে মেট্রোয় যাত্রাপথ আরও লম্বা হতে চলেছে। উত্তর দক্ষিণ ব্লু লাইনের সঙ্গে সিঙ্গল টিকিটেই এবার চড়া যাবে অরেঞ্জ লাইনে। অর্থাৎ, উত্তর-দক্ষিণগামী মেট্রোয় উঠলেই সহজে কোনও যাত্রী পৌঁছে যেতে পারবেন রুবি (স্টেশনের নাম হেমন্ত মুখোপাধ্যায়) পর্যন্ত। শনিবার সাংবাদিক বৈঠকে এই সুখবর দিয়েছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি।
কবে থেকে চালু হচ্ছে পরিষেবা? ইতিমধ্যেই রেলওয়ে সেফটি কমিশনার সমস্ত ব্যবস্থা পরিদর্শন করে গ্রিন সিগন্যাল দিয়েছেন। কলকাতা মেট্রোর তরফেও চূড়ান্ত প্রস্তুতি সাড়া। মেট্রোর তরফে রুবি পর্যন্ত ট্রেনের চাকা গড়ানোর নির্দিষ্ট কোনও দিন জানানো হয়নি। তবে, সূত্রের খবর, চলতি মাসেই অরেঞ্জ লাইনে রুবি পর্যন্ত মেট্রো চলাচল শুরু হতে পারে।
এদিন দক্ষিণেশ্বর বা কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রোর ভাড়ার তালিকাও ঘোষণা করা হয়।
এক নজরে নতুন পথে ভাড়ার তালিকা-
- দক্ষিণেশ্বর বা দমদম থেকে হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি পর্যন্ত ভাড়া - ৪৫ টাকা
- চাঁদনি, এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, কালীঘাট থেকে হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি পর্যন্ত ভাড়া - ৪০ টাকা
- মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি পর্যন্ত ভাড়া - ৩৫ টাকা
- কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি পর্যন্ত ভাড়া - ২০ টাকা
কলকাতা মেট্রোর আয় বেড়েছে বলে দাবি করেছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। ২০২২-২৩ অর্থবর্ষে কলকাতার বুকে ১৪.২৩ কিলোমিটার মেট্রোপথ সম্প্রসারিত হয়েছে, যা কলকাতায় চার দশকের মেট্রোর ইতিহাসে সর্বোচ্চ।
গত অর্থবর্ষে মেট্রোয় চড়েছে ১৭.৬৪ কোটি যাত্রী। যা ২০২১-২২ অর্থবর্ষের তুলনায় ১৩০.৫৮ শতাংশ বেশি। স্বাভিকভাবেই মেট্রোর পক্ষে যা অত্যন্ত সুখবর। রুবি (স্টেশনের নাম হেমন্ত মুখোপাধ্যায়)পর্যন্ত মেট্রো চালু হয়ে গেলে যাত্রী সংখ্যা আরও বাড়বে বলেই আশা কলকাতা মেট্রোর, ফলে আয়ও বাড়বে।