scorecardresearch

বড় খবর

বড়দিনের বড় সুখবর, বাড়তি সময় ধরে চলবে বেশি মেট্রো, জানুন সময়সূচি

বড়দিনে কলকাতা মেট্রোর উপহার

বড়দিনের বড় সুখবর, বাড়তি সময় ধরে চলবে বেশি মেট্রো, জানুন সময়সূচি
কলকাতা মেট্রো

বড়দিন মানেই আনন্দ হুল্লোর। পার্কস্ট্রিট, ক্যাথিড্রাল, চিড়িয়াখানা, গড়ের মাঠ, জাদুঘরে উপচে পড়া ভিড়। আর এসব জায়গায় যাওয়ার অন্যতম মাধ্যম কলকাতা মেট্রো। মানুষের সুবিধায় তাই বড়দিনে বাড়ছে মেট্রোর সংখ্যা। ফলে আরও কম সময়ে কলকাতার নানা প্রান্তে পৌঁছে গিয়ে ক্রিসমাস ফদযাপনের হাতছানি।

এবার বড়দিন পড়েছে রবিবার। ছুটির দিনে এমনিতেই অন্যদিনের চেয়ে একটু দেরিতে শুরু হয় মেট্রো পরিষেবা। সংখ্যায় কম চলে মেট্রো। কিন্তু বড়দিনের কথা বিবেচনা করে আগামী রবিবার নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ আগেই শুরু হবে মেট্রো চলাচল। রাতের শেষ ট্রেনও ছাড়বে অনেকটা দেরি করে।

কলকাতা মেট্রোর তরফে মঙ্গলবার জানানো হয়েছে যে, উত্তর-দক্ষিণ রুটে রবিবার সকাল ৭টা ৫০ মিনিটে শুরু পরিষেবা। শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫০ মিনিটে। এমনিতে দক্ষিণেশ্বর-কবি সুভাষ স্টেশনের মধ্যে সাধারণত আপ-ডাউন মিলিয়ে ১৩০টি মেট্রো যাতায়াত করে।তবে ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে চলবে মোট ২০৪টি মেট্রো। ব্যাস্ত সময় দুপুর ১টা ২০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত ভিড় এড়ানো ও মানুষকে দ্রুত পৌঁছে দিতে ১৫ মিনিটের পরিবর্তে ৮ মিনিট অন্তরই মিলবে মেট্রো।

রবিবার ফলে দুটি মেট্রোর মধ্যে কমবে সময়ের ব্যবধানও। ১৫ মিনিটের পরিবর্তে ৮ মিনিট অন্তরই পাওয়া যাবে মেট্রো। তাই যেমন ভিড় এড়ানো যাবে, তেমন দ্রুত পৌঁছনো যাবে গন্তব্যেও। পার্ক স্ট্রিট, ময়দান, বউবাজারের মতো এলাকায় যীশুর জন্মদিনে উপচে পড়ে ভিড়। সে কথা মাথায় রেখেই পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

একনজরে ২৫ ডিসেম্বর মেট্রো পরিষেবার সময়সূচি-

প্রথম মেট্রো
সকাল ৭.৫০ মিনিট – কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
সকাল ৭.৫০ মিনিট – দমদম থেকে কবি সুভাষ
সকাল ৭.৫৫ মিনিট – দমদম থেকে দক্ষিণেশ্বর
সকাল ৮.০০ মিনিট – দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ

শেষ মেট্রো
রাত ২২.৩৮ মিনিট – দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ
রাত ২২.৪০ মিনিট – কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
রাত ২২.৫০ মিনিট – দমদম থেকে কবি সুভাষ
রাত ২২.৫০ মিনিট – কবি সুভাষ থেকে দমদম

[আরও পড়ুন- ‘মমতা কতটা নীচে নামতে পারেন দেখা গেল’, কেষ্টর পুলিশ হেফাজতে তিতিবিরক্ত সেলিম]

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Kolkata metro schedule of 25th december 2022