Advertisment

২৬ জানুয়ারি কোন রুটে মেট্রো পরিষেবার কী সময়সূচি? জানুন একনজরে

যাত্রী সুবিধায় পদক্ষেপ কলকাতা মেট্রো কর্তৃপক্ষের।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata metro service 26tj january 2023, ২৬ জানুয়ারি কোন রুটে মেট্রো পরিষেবার কী সময়সূচি? জানুন একনজরে

কলকাতা মেট্রো

২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ও সরস্বতী পুজো। ওইদিন উত্তর-দক্ষিণ রুটে (ব্লু লাইন) ১৮৮টি ও পূর্ব-পশ্চিম রুটে (গ্রীন লাইন) ৯০টি মেট্রো চলাচল করবে। সোমবার জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

Advertisment

একনজরে উত্তর-দক্ষিণ রুটে প্রথম মেট্রো পরিষেবা-

  • সকাল ৬.৫০- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
  • সকাল ৬.৫০- দমদম থেকে কবি সুভাষ
  • সকাল ৬.৫৫- দমদম থেকে দক্ষিণেশ্বর
  • সকাল ৭টা- দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ

একনজরে উত্তর-দক্ষিণ রুটে শেষ মেট্রো পরিষেবা-

  • রাত ৯.২৮- দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ
  • রাত ৯.৩০- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
  • রাত ৯.৪০- দমদম থেকে কবি সুভাষ
  • রাত ৯.৪০- কবি সুভাষ থেকে দমদম

পূর্ব-পশ্চিম রুটে আপ ও ডাউনে ৯০টি করে ট্রেন চলাচল করবে। পরিষেবা মিলবে সকাল ৬.৫৫ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত।

একনজরে উত্তর-দক্ষিণ রুটে প্রথম মেট্রো পরিষেবা-

  • সকাল ৬.৫৫- শিয়ালদা থেকে সেক্টর ফাইভ
  • সকাল ৭টা- সেক্টর ফাইভ থেকে শিয়ালদা

একনজরে উত্তর-দক্ষিণ রুটে শেষ মেট্রো পরিষেবা-

  • রাত ৯.৩৫- শিয়ালদা থেকে সেক্টর ফাইভ
  • রাত ৯.৪০- সেক্টর ফাইভ থেকে শিয়ালদা

ব্লু লাইন ও গ্রীন লাইন রুটে মেট্রো পরিষেবা চালু থাকলেও ২৬ জানুয়ারি জোকা-তারাতলা রুটে মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।

kolkata metro Metro Service Metro
Advertisment