২৬ জানুয়ারি কোন রুটে মেট্রো পরিষেবার কী সময়সূচি? জানুন একনজরে : kolkata metro service 26th january 2023 | Indian Express Bangla

২৬ জানুয়ারি কোন রুটে মেট্রো পরিষেবার কী সময়সূচি? জানুন একনজরে

যাত্রী সুবিধায় পদক্ষেপ কলকাতা মেট্রো কর্তৃপক্ষের।

kolkata metro service 26tj january 2023, ২৬ জানুয়ারি কোন রুটে মেট্রো পরিষেবার কী সময়সূচি? জানুন একনজরে
কলকাতা মেট্রো

২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ও সরস্বতী পুজো। ওইদিন উত্তর-দক্ষিণ রুটে (ব্লু লাইন) ১৮৮টি ও পূর্ব-পশ্চিম রুটে (গ্রীন লাইন) ৯০টি মেট্রো চলাচল করবে। সোমবার জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

একনজরে উত্তর-দক্ষিণ রুটে প্রথম মেট্রো পরিষেবা-

  • সকাল ৬.৫০- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
  • সকাল ৬.৫০- দমদম থেকে কবি সুভাষ
  • সকাল ৬.৫৫- দমদম থেকে দক্ষিণেশ্বর
  • সকাল ৭টা- দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ

একনজরে উত্তর-দক্ষিণ রুটে শেষ মেট্রো পরিষেবা-

  • রাত ৯.২৮- দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ
  • রাত ৯.৩০- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
  • রাত ৯.৪০- দমদম থেকে কবি সুভাষ
  • রাত ৯.৪০- কবি সুভাষ থেকে দমদম

পূর্ব-পশ্চিম রুটে আপ ও ডাউনে ৯০টি করে ট্রেন চলাচল করবে। পরিষেবা মিলবে সকাল ৬.৫৫ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত।

একনজরে উত্তর-দক্ষিণ রুটে প্রথম মেট্রো পরিষেবা-

  • সকাল ৬.৫৫- শিয়ালদা থেকে সেক্টর ফাইভ
  • সকাল ৭টা- সেক্টর ফাইভ থেকে শিয়ালদা

একনজরে উত্তর-দক্ষিণ রুটে শেষ মেট্রো পরিষেবা-

  • রাত ৯.৩৫- শিয়ালদা থেকে সেক্টর ফাইভ
  • রাত ৯.৪০- সেক্টর ফাইভ থেকে শিয়ালদা

ব্লু লাইন ও গ্রীন লাইন রুটে মেট্রো পরিষেবা চালু থাকলেও ২৬ জানুয়ারি জোকা-তারাতলা রুটে মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Kolkata metro service 26th january

Next Story
কার দাবি সত্যি? ফের ইডি-র তলব তাপসকে, কুন্তলের মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা