scorecardresearch

দোল ও হোলিতে কোন রুটে কখন মেট্রো? জানুন সময়সূচি

যাত্রী সুবিধার্থে রঙের উৎসবেও খোলা মেট্রো পরিষেবা।

kolkata metro service on dol and holi 2023 , দোল ও হোলিতে কোন রুটে কখন মেট্রো? জানুন সময়সূচি
কলকাতা মেট্রো।

যাত্রী সুবিধার্থে দোল ও হোলির দিন কলকাতা মেট্রো পরিষেবা চালু থাকবে। তবে আগামী মঙ্গল ও বুধবার বিশেষ সূচি মেনে মেট্রো চলাচল করবে। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে নয়া সূচির কথা জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ৭ এবং ৮ মার্চ কলকাতার উত্তর-দক্ষিণ (ব্লু লাইন) এবং শিয়ালদহ-সেক্টর ফাইভ (গ্রীণ লাইন) রুটে মেট্রো চলবে। বন্ধ থাকবে পার্পল লাইন রুটের মেট্রো পরিষেবা।

দোলের দিন অর্থাৎ মঙ্গলবার (উত্তর-দক্ষিণ রুটে, ব্লু লাইন ) মেট্রো ২৮৮টির বদলে ৬০টি (30টি আপ ও 30টি ডাউন) ট্রেন চালাবে। এর মধ্যে 58টি ট্রেন পরিষেবা (২৯টি আপ ও ২৯টি ডাউন) কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরের মধ্যে চালানো হবে। সেই দিন দপুর আড়াইটা থেকে পরিষেবাগুলি শুরু হবে।

প্রথম পরিষেবা-

  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরে সকাল ৬.৫০এর পরিবর্তে ২.৩০য়ে।
  • দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত সকাল ৬.৫০ ঘণ্টার পরিবর্তে ২.৩০য়ে।
  • দমদম থেকে দক্ষিণেশ্বরে সকাল ৬.৫৫-য়ের পরিবর্তে ২.৩০য়ে।
  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ সকাল ৭টার পরিবর্তে ২.৩-টেতে।

শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে

হোলির দিন (৮ই মার্চ, বুধবার) মেট্রো পরিষেবা

২৮৮টি পরিষেবার পরিবর্তে ১৮৮টি ট্রেন (৯৪টি আপ – ৯৪টি ডাউন) চালানো হবে। এর মধ্যে, ১৬৪টি পরিষেবা (৮২ আপ ও ৮২ ডাউন) কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরের মধ্যে চালানো হবে।

প্রথম এবং শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে।

শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ (গ্রীন লাইন) রুটে দোলের দিন মেট্রো পরিষেবা

১০৬টি পরিষেবার পরিবর্তে ২২টি ট্রেন (১১ আপ ও ১১ ডাউন) চালাবে৷ ওই দিন, এই রুটে পরিষেবা শুরু হবে বিকেল ৩টে থেকে। রাত ৮টা ২- মিনিট পর্যন্ত ৩০ মিনিটের ব্যবধানে পরিষেবাগুলি মিলবে৷

উভয় টার্মিনাল স্টেশন থেকে শেষ পরিষেবা রাত ৮টায় পাওয়া যাবে।

হোলির দিন (৮মার্চ, বুধবার) পরিষেবা

১০৬টি পরিষেবার পরিবর্তে 90টি ট্রেন (৪৫ আপ ও ৪৫ রাত) চালানো হবে।

প্রথম এবং শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে।

সব রুটে ৯ মার্চ থেকে মেট্রো পরিষেবা স্বাভাবিক হবে।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Kolkata metro service on dol and holi 2023