আগামী ১ মাস মেট্রো চলাচলে বিরাট অদল-বদল, জানুন সময়সূচি

কেন এই পদক্ষেপ মেট্রো কর্তৃপক্ষের?

কেন এই পদক্ষেপ মেট্রো কর্তৃপক্ষের?

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata metro services regulated in weekends for next one month , আগামী ১ মাস মেট্রো চলাচলে বিরাট অদল-বদল, জানুন সময়সূচি

কলকাতা মেট্রোর বড় ঘোষণা।

আগামী এক মাসেরও বেশি সময় শনি এবং রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে কবি সুভাষ (নিউ গড়িয়া) পর্যন্ত সকালের দিকে ৩ ঘণ্টা ১০ মিনিট কোনও মেট্রো চলবে না। মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই পরিষেবা বন্ধা রাখা হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

Advertisment

এক বিবৃতি মারফৎ মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন যে, আগামী ৬ মে (শনিবার) থেকে ১১ জুন (রবিবার) পর্যন্ত প্রতি শনি ও রবিবার নির্দিষ্ট সময়ে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে কবি সুভাষ (নিউ গড়িয়া) পর্যন্ত মেট্রো চলবে না। মেট্রো লাইনে রক্ষণাবেক্ষণ ও মেগা পাওয়ার ব্লকে-র কারণে এই পদক্ষেপ করা হয়েছে।

মেট্রোর ঘোষণা অনুসারে ৬, ১৩, ২০, ২৭ মে এবং ৩ জুন— এই ৫টি শনিবার সকাল ৬টা ৫০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলবে না। তবে ওই সময়ে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত স্বাভাবিক সময়ই মেট্রো চলাচল করবে। সকাল ১০টার পর অবশ্য দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক হবে।

Advertisment

আগামী ৭ মে, ১৪ মে, ২১ মে এবং ৪ জুন— এই ৪টি রবিবার সকাল ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলবে না। এই সময় দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক থাকবে। সকাল ১০টার পর দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো স্বাভাবিক নিয়মে চলবে।

আগামী ২৮ মে এবং ১১ জুন সকাল ৯টার বদলে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মধ্যে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ১০টা থেকে।

kolkata news kolkata metro Metro Service Metro