scorecardresearch

বড় খবর

মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সময় বিশেষ পরিষেবা মেট্রোর, জানুন সময়সূচি

পরীক্ষার আগে ও পরে ৫-৬ মিনিট অন্তর মেট্রো চলাচল করবে।

kolkata metro special service during madhyamik and hs exam 2023 , মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সময় বিশেষ পরিষেবা মেট্রোর, জানুন সময়সূচি
কলকাতা মেট্রো

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশেষ পরিষেবা থাকছে মেট্রো রেলের তরফে। মঙ্গলবার কলকাতা মেট্রো রেলের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানেই উল্লেখ, চলতি বছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ, ১৪ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত পরীক্ষার আগে ও পরে ৫-৬ মিনিট অন্তর মেট্রো চলাচল করবে। ওইসব দিনগুলিতে সকাল ৯টা থেকে রাত্রি ৮টা ১৮ মিনিট পর্যন্ত মিলবে এই পরিষেবা।

পাশাপাশি, এই সময়কালে শনিবারগুলিতে ৪টি আপ এবং ৪টি ডাউন- অর্থাৎ মোট ৮টি অতিরিক্ত ট্রেন চালাবে মেট্রো। শনিবারে বেলা ১০টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৩টে থেকে সন্ধ্যে ৫টার মধ্যে মিলবে এই অতিরিক্ত মেট্রো পরিষেবা।

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার দিনগুলিতে বাড়তি ট্রেন চলাচলের ফলে পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধা হবে বলেই মনে করছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ৪ঠা মার্চ। ১৪ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত চলবে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Kolkata metro special service during madhyamik and hs exam 2023