/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/metro_13ed60.jpg)
Kolakata Metro: কলকাতা মেট্রো।
Metro Railway Kolkata: আগামিকাল অর্থাৎ ১৮ অগাস্ট সিভিল সার্ভিসের পরীক্ষা রয়েছে। সেই কারণে পরীক্ষার্থীদের সুবিধার্থে বাম্পার বন্দোবস্ত কলকাতা মেট্রোরেলওয়ে কর্তৃপক্ষের। আগামিকাল রবিবার পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ পরিষেবা দিচ্ছে মেট্রোরেল। রীতিমতো বিবৃতি জারি করে এব্যাপারে বিস্তারিত জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।
রেলের বিবৃতি:
পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (প্রাক্তন)(প্রধান) পরীক্ষা, ২০২৩-এর সমস্ত প্রার্থীদের জন্য সুখবর! মেট্রো রেল তাদের জন্য ১৮ অগাস্ট (রবিবার) ব্লু লাইনে অতিরিক্ত পরিষেবা দিচ্ছে। ওই দিন, মেট্রো ব্লু লাইনে ১৩৮টি (৬৯ আপ + ৬৯ ডউন) ট্রেন চালানো হবে। রবিবারে সাধারণত ১৩০টি মেট্রো চলে। এই ১৩৮টি ট্রেনের, ১৩৩টি ট্রেনের (৬৫ আপ এবং ৬৮ ডাউন) শেষ স্টপেজ দক্ষিণেশ্বর।
প্রথম পরিষেবা: -
সকাল ৭টায়। দমদম থেকে কবি সুভাষ। (বেলা ৯টার বদলে)
সকাল ৭টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর। (বেলা ৯টার বদলে পরিবর্তে)
সকাল ৭.১৫ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ। (বেলা ৯টার বদলে)
এই দিনে শেষ পরিষেবা অপরিবর্তিত থাকবে।
আরও পড়ুন- ফের রেল দুর্ঘটনা! সাতসকালে চলন্ত এক্সপ্রেসের ২০টি বগি লাইনচ্যুত
ব্লু লাইনে ৮টি ট্রেন (চারটি আপ ও চারটি ডাউন) ওই দিন সকাল ৭টা থেকে সকাল ৯টার মধ্যে চালানো হবে। আগামিকাল অর্থাৎ রবিবার সকাল ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৩০ মিনিট অন্তর মেট্রো চলবে। রবিবারের মতো গ্রিন লাইন-১, গ্রিন লাইন-২, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে ট্রেন পরিষেবাগুলি যথারীতি স্থগিত থাকবে।