/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/Rain-cover.jpg)
বাংলায় দেরিতে বর্ষা আসবে, পূর্বাভাস হাওয়া অফিসের।ফাইল ছবি।
কেরালার অপেক্ষা শেষ হয়েছে, কিন্তু বাংলায় কবে আসবে সে? তার জন্য হা-পিত্যেশ করে বসে গোটা বাংলা। তার আসার আগে অবশ্য কমেছে গরমের দাপট। মাঝেমধ্যেই কলকাতার আকাশের রং পাল্টে নামছে বারিধারা। কিন্তু পাকাপাকি ভাবে এখনও বাংলায় পা রাখেনি সে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, কেরালার মতোই এবার বঙ্গেও দেরি করে আসবে বর্ষা। তবে ঠিক কবে বাংলায় পা রাখবে বর্ষা? এখনই এ ব্যাপারে কোনও সদুত্তর দিতে পারেনি হাওয়া অফিস।
এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জি কে দাস ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, ‘‘বাংলায় বর্ষা ঢুকতে এবার দেরি হবে খানিকটা। তবে কবে বর্ষা আসবে এ রাজ্যে, এখনই বলা সম্ভব নয়। ক’দিন বাদেই তার গতিবিধি বোঝা যেতে পারে’’। উল্লেখ্য, কলকাতায় বর্ষা আসার স্বাভাবিক সময় ১০ জুন। কিন্তু এবার শহরে দেরি করেই আসবে বর্ষা।
আরও পড়ুন: কবে আসবে বর্ষা? অপেক্ষায় বাংলা
উল্লেখ্য, গত সপ্তাহেই কলকাতায় প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। যার জেরে হাঁসফাঁস গরম থেকে অনেকটাই স্বস্তি পেয়েছেন শহরবাসী। প্রাক বর্ষার বৃষ্টির জেরে কলকাতায় খানিকটা কমেছে সর্বোচ্চ তাপমাত্রার পারদ। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ, ন্যূনতম ৭৫ শতাংশ। এদিনও শহরের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বর্ষার জন্য কার্যত প্রহর গুনেছিল কেরালা। সব অপেক্ষার অবসান ঘটিয়ে শনিবার দক্ষিণের এই রাজ্যে পা রেখেছে বর্ষা। এ দেশে কেরালাতেই প্রথম ঢোকে বর্ষা। কিন্তু এ বছর কেরালাতেও বর্ষা ঢুকতে দেরি করেছে। স্বাভাবিক সময়ের প্রায় ১ সপ্তাহ পর কেরালায় পা রেখেছে বর্ষা। প্রসঙ্গত, কেরালায় বর্ষা আসার স্বাভাবিক সময় ১ জুন। এ বছর কেরালায় বর্ষা আসতে দেরি হতে পারে, একথা আগেই জানিয়েছিল মৌসম ভবন। আবহাওয়া দফতরের পূর্বাভাসই সত্যি হল। কেরালায় বর্ষা আসার জেরে ইতিমধ্যেই ৪ জেলায় রেল অ্যালার্ট জারি করা হয়েছে। এরনাকুলাম (১১ জুন), ত্রিশূর (১০ জুন), মালাপ্পুরাম( ১১ জুন), কোঝিকোড়ে (১১ জুন) জারি করা হয়েছে চরম সতর্কতা।