/indian-express-bangla/media/media_files/2025/04/09/7H4ygy5Oe4K5xvmNionA.jpg)
Kunal Ghosh:কুণাল ঘোষ।
latest and Breaking News Updates: হাইকোর্ট চত্বরে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে দুর্ব্যবহার এবং বিচারপতি বিশ্বজিৎ বসুকে ঘিরে অবমাননাকর মন্তব্যের ঘটনায় তৃণমূল নেতা কুণাল ঘোষ সহ আটজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ। ঘটনার সূত্রপাত গত ২৫ এপ্রিল। সেদিন হাইকোর্ট চত্বরে বিচারপতি এবং সিনিয়র আইনজীবীর প্রতি অবমাননাকর আচরণে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতিরা। সেই প্রেক্ষিতে অভিযুক্তদের হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেও হলফনামা পেশ না করায় এবার আদালত আরও কঠোর মনোভাব নিল। বিশেষ বেঞ্চ জানায়, বিচার ব্যবস্থার মর্যাদা রক্ষার্থে এই ধরনের অবমাননাকর ঘটনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া অপরিহার্য। আদালতের নির্দেশ অমান্য করার কারণেই অবমাননার রুল জারি করা হয়েছে বলে জানানো হয়। এই মামলায় পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে আগামী সপ্তাহে।
চাকরিহারা আন্দোলনকারীদের বিক্ষোভ নিয়ে প্রথমবারের জন্য মুখ খুললেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বলেন, "বিকাশ ভবনে আন্দোলনে টিচারের সংখ্যা কম, বাইরের লোক বেশি। রাজ্য সরকারের উপর ভরসা রাখা উচিত। আন্দোলনকারীদের উপর সহানুভূতি আছে। চাকরি হারাদের উস্কানি দিচ্ছেন কয়েকজন। যারা চাকরি খেয়েছেন তারাই উস্কাচ্ছেন। আমি আন্দোলনের বিপক্ষে নই, তবে একটা লক্ষণরেখা থাকা দরকার। আদালতের নির্দেশ মানতে বাধ্য রাজ্য সরকার"। যদিও মমতার এই বক্তব্যের পালটা আন্দোলনকারীরা বলেছেন, আন্দোলনে যারা রয়েছেন তারা সকলেই যোগ্য চাকরিহারা। কোন বাইরের লোক নেই দাবি আন্দোলনকারীদের। পাশাপাশি চাকারিহারাদের তরফে প্রশ্ন তোলা হয়েছে দু'বার প্যানেল বাতিল, কীভাবে ভরসা রাখব মুখ্যমন্ত্রীর উপর?'
হকের চাকরি ফিরে পাওয়ার দাবিতে বিকাশ ভবনের সামনে টানা চলছে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকার আন্দোলন। এবার যোগ্য চাকরি হারাদের পাশে আরজি করে নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা। নিশানা করেন সিবিআইকে। নির্যাতিতার বাবার কথা, 'এখানেও সিবিআই তদন্ত করেছিল, ঠিকমত রিপোর্ট পেশ করতে না পারাতেই ওদের চাকরিটা গিয়েছে। পুরো ব্যাপারটাই প্রাতিষ্ঠানিক দুর্নীতি। আমার মেয়েও তার শিকার। আর আজ যোগ্য শিক্ষক-শিক্ষিকাদেরও সেই দুর্নীতি মাসুল গুণতে হচ্ছে।
সাতসকালে টিটাগড়ে ভয়াবহ বিস্ফোরণ। এলাকার ৪ নং ওয়ার্ডের একটি বহুতলে বিস্ফোরণে উড়ে যায় আবাসনের দেওয়াল। ক্ষতিগ্রস্থ হয়েছে বেশ কয়েকটি বাড়িতেও। ওই আবাসনের তিনতলায় থাকেন তৃণমূল কাউন্সিলার আরমান মন্ডল। ঘটনার পর থেকে আর তার খোঁজ মিলছে না। জানা গিয়েছে সোমবার সকাল পৌনে সাতটা নাগাদ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঠিক কী কারণে বিস্ফোরণ, তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে টিটাগড় থানার পুলিশ।
-
May 19, 2025 10:35 IST
Latest and Breaking News Live Updates: প্রণামী বাক্সে লক্ষ লক্ষ টাকা
উদ্বোধনের পর থেকেই দিঘার জগন্নাথ ধামে দর্শনার্থীদের জনসমুদ্র! প্রভু জগন্নাথকে এক ঝলক দেখতে রাজ্যের বাইরে থেকেও মানুষজন ভিড় জমাচ্ছেন দিঘায়। দিঘার জগন্নাথ ধাম এখনও পর্যন্ত একমাস হয়নি সাধারণের জন্য খোলা হয়েছে। তারই মধ্যে প্রাণামী বাক্সে পড়ল প্রায় সাড়ে ৯ লক্ষ টাকা। ইতিমধ্যে জগন্নাথ ধামের দায়িত্বে থাকা ইসকনের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।
-
May 19, 2025 10:34 IST
Latest and Breaking News Live Updates: ফের ইরানি নাগরিক গ্রেফতার বর্ধমানে
অবৈধভাবে ভারতে অবস্থানরত ইরানি নাগরিকদের নিয়ে চাঞ্চল্য ছড়াচ্ছে পূর্ব বর্ধমানে। গত ৪৮ ঘণ্টায় তিনজন ইরানি নাগরিক পুলিশের জালে ধরা পড়েছেন। শুক্রবার মন্তেশ্বর থেকে দুইজনকে গ্রেপ্তার করার পর, শনিবার বর্ধমান শহরের কাঁটাপুকুর এলাকা থেকে আরও এক ইরানি নাগরিককে আটক করেছে পুলিশ।
ধৃত ইরানি নাগরিকের নাম মাজিদ মহম্মদ হোসেনী (বয়স ৫০)। তিনি একটি হোটেলে রুম ভাড়া নিতে গেলে, পরিচয়পত্র যাচাই করতে গিয়ে দেখা যায় তাঁর ভিসার মেয়াদ উত্তীর্ণ। হোটেল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে বর্ধমান থানায় খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করে এবং সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
-
May 19, 2025 10:33 IST
Latest and Breaking News Live Updates: অসমের মুখ্যমন্ত্রীর নিশানায় গৌরব গগৈ
রবিবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের মধ্যে বিরোধ আরও তীব্র হয়েছে। শর্মা অভিযোগ করেন, গগৈ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের আমন্ত্রণে "প্রশিক্ষণ নিতে" পাকিস্তান সফর করেছিলেন। পাল্টা প্রতিক্রিয়ায় গগৈ এই অভিযোগকে "ভিত্তিহীন, হাস্যকর ও অর্থহীন" বলে অভিহিত করেন।
-
May 19, 2025 10:33 IST
Latest and Breaking News Live Updates: লস্কর-ই-তৈয়বার মোস্ট ওয়ান্টেড জঙ্গি খতম
পাকিস্তানের সিন্ধু প্রদেশে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে লস্কর-ই-তৈয়বার মোস্ট ওয়ান্টেড জঙ্গি রাজাউল্লাহ নিজামানি ওরফে আবু সাইউল্লাহ নিহত হয়েছেন। রবিবার বিকেলে সিন্ধুর মাতলি এলাকায় নিজ বাসভবনের কাছেই তাকে গুলি করে হত্যা করা হয় বলে পাক প্রশাসনের তরফে জানানো হয়েছে।
রাজাউল্লাহ নিজামানি ২০০৬ সালে নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সদর দপ্তরে হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন। এছাড়া, ২০০৫ সালে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে হামলা এবং ২০০১ সালে রামপুরে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ক্যাম্পে হামলাতেও তার যোগ ছিল বলেই ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর দাবি। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী পৌঁছে তদন্ত শুরু করেছে। কে বা কারা এই হামলার পেছনে রয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
-
May 19, 2025 10:32 IST
Latest and Breaking News Live Updates: তিন দিনের সফরে উত্তর সঙ্গে মমতা
আজ থেকে আগামী তিন দিন উত্তর বঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন দিনের এই সফরে তিনি শিলিগুড়ি, জলপাইগুড়ি ও উত্তরকন্যায় একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। সফরের মূল লক্ষ্য— এমএসএমই খাতে বিনিয়োগ বাড়ানো, প্রশাসনিক অগ্রগতি পর্যালোচনা এবং সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া। ১৯ মে বিকেল ৩টায় শিলিগুড়ির দিনবন্ধু মঞ্চে অনুষ্ঠিত হবে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত "Synergy" অনুষ্ঠান। এই প্ল্যাটফর্মে রাজ্যের বিভিন্ন দপ্তর, ব্যবসায়ী সংগঠন ও শিল্পপতিরা অংশ নেবেন।
২০ মে অর্থাৎ আগামীকাল মুখ্যমন্ত্রী জলপাইগুড়ির ওদলাবাড়িতে সরকারি পরিষেবা বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা থাকলেও, গজলডোবার তিস্তা সেতুর সংস্কারের কারণে অনুষ্ঠান স্থান বদলে করা হয়েছে রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি। স্থান চূড়ান্ত করতে প্রশাসনের পক্ষ থেকে একাধিক বিকল্প স্থানে পরিদর্শন হয়েছে।
২১ মে: উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক
২১ মে মুখ্যমন্ত্রী শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক পর্যালোচনা সভার আয়োজন করবেন। উত্তরবঙ্গের আটটি জেলার শীর্ষ আধিকারিকরা বৈঠকে অংশ নেবেন। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের প্রতিনিধি দল ভার্চুয়ালি সভায় যোগ দেবেন। পাশাপাশি, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA)-এর প্রতিনিধিরাও থাকবেন।