/indian-express-bangla/media/media_files/2025/04/11/LkSbFXbE6EB6qyvAwA5J.jpg)
News in West bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
Bengali Latest and Breaking News Live Updates-
বিজেপি দফতরে চাকরিহারারা-
চাকরি ফিরে পাওয়ার আন্দোলন। রাজপথে ১৫ দিন চাকরিহারারা। এবার সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানালেন আন্দোলনকারীরা। চাকরি হারিয়ে পথে শিক্ষকরা। এদিন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে সল্টলেকে বিজেপি দফতরে চাকরিহারাদের প্রতিনিধিরা। চাকরিহারাদের তরফে জানানো হয়, মুখ্যমন্ত্রী-মুখ্যসচিবকে ইতিমধ্যে চিঠিও দেওয়া হয়েছে। ওএমআর-এর মিরির কপি নিয়ে রায় রিভিউ করুক রাজ্য, দাবি চাকরিহারাদের। এদিকে আজই আইনি নোটিসের প্রেক্ষিপ্তে বিধাননগর উত্তর থানায় হাজিরা দেবেন চাকরিহারা আন্দোলনকারীরা। আজ বিকেলে কংগ্রেস দফতরেও যাবেন চাকরিহারারা।
ছত্তিশগড়ে নিকেশ ২৭ মাওবাদী
ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার প্রত্যন্ত আবুঝামাদ জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে কমপক্ষে ২৭ জন মাওবাদী (Maoist) নিহত হয়েছেন। সূত্রের খবর, এই অভিযান যৌথভাবে পরিচালনা করেছে CRPF, DRG এবং STF। নিরাপত্তা বাহিনীর সূত্র অনুযায়ী, মাওবাদীদের উপস্থিতির গোপন খবরের ভিত্তিতে বুধবার ভোরে অভিযান শুরু করা হয়। জঙ্গলে প্রবেশ করতেই দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়, যা দীর্ঘক্ষণ চলতে থাকে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে বেশ কয়েকজন শীর্ষস্থানীয় মাওবাদী নেতাও রয়েছে বলে অনুমান করা হচ্ছে। ঘটনাস্থলে এখনও তল্লাশি অভিযান চলছে। এই অভিযানকে সাম্প্রতিক সময়ে ছত্তিশগড়ের মাওবাদী দমনে সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখছেন নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা।
'সবাই যোগ্য, একটাই অযোগ্য তিনি হলেন মমতা': শুভেন্দু
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, "সবাই যোগ্য, একজনই অযোগ্য—তিনি মমতা বন্দ্যোপাধ্যায়।" বিরোধী দলনেতার দাবি, "এসএসসি থেকে প্রাথমিক—সব ক্ষেত্রেই বহু চাকরিপ্রার্থী পরীক্ষায় পাস করে যোগ্য প্রমাণ দিয়েছেন। কিন্তু রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে অযোগ্যদের তালিকা আদালতে জমা দিচ্ছে না, যার ফলে ২৬ হাজার প্রার্থীর চাকরি বাতিল হয়েছে।"শুভেন্দুর কথায়, “অভিজিৎ গাঙ্গুলির রায় যদি রাজ্য মেনে নিত, তাহলে হয়তো ৭ হাজার চাকরি বাতিল হত, ১৯ হাজার প্রার্থীকে রাস্তায় বসতে হত না। মুখ্যমন্ত্রী তা মানেননি, কারণ তিনি নিজেই দুর্নীতিতে জড়িত এবং সেটা আজ প্রকাশ্যে চলে এসেছে”। তিনি আরও বলেন, “প্রাথমিক নিয়োগেও সাদা খাতায় টাকার বিনিময়ে হাজার হাজার শিক্ষক নিয়োগ হয়েছে। অনেক পরীক্ষার্থী পাস করেও বঞ্চিত হয়েছেন। আমরা বারবার মুখ্যমন্ত্রীর কাছে যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছি, কিন্তু তিনি তা করেননি। কারণ তালিকা দিলে তার নিজের ভূমিকাই সামনে চলে আসবে।”
কলকাতার আকাশে রহস্যময় ড্রোন! হেস্টিংস থেকে ফোর্ট উইলিয়াম, তৎপর পুলিশ-প্রশাসন
শহরের নিরাপত্তা ব্যবস্থা ঘিরে উঠছে বড় প্রশ্ন। সোমবার কলকাতার আকাশে একসঙ্গে চার-থেকে পাঁচটি ড্রোন দেখা গিয়েছে। রাত পৌনে দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত সময়ের মধ্যে হেস্টিংস, ফোর্ট উইলিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়াল ও মহেশতলা-সহ বিস্তীর্ণ এলাকাজুড়ে ঘোরাফেরা করতে দেখা যায় ড্রোনগুলোকে। ড্রোনগুলোর উপস্থিতি নজরে আসতেই তৎপর হয় হেস্টিংস থানার পুলিশ। বিষয়টি সঙ্গে সঙ্গে জানানো হয় লালবাজার-এ। পাশাপাশি, সতর্ক করা হয় সেনাবাহিনী ও বিমানবাহিনীকেও। জানা গিয়েছে মহেশতলার দিক থেকে ড্রোনগুলি আসে। প্রায় ৪৫ মিনিট আকাশে চষে বেড়ানোর পর সেগুলি রাতের আকাশে মিলিয়ে যায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলি। উল্লেখ্য, ফোর্ট উইলিয়াম হল পূর্ব ভারতের সেনার সদর দফতর। এমন সংবেদনশীল এলাকায় কোনও অনুমতি ছাড়াই ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। ফলে এই ঘটনায় নিরাপত্তা রীতিমতো প্রশ্নের মুখে। ড্রোনগুলোর ফুটেজ সংগ্রহ ও তাদের গতিপথ ট্র্যাক করার চেষ্টা চলছে। CCTV ও টাওয়ার লোকেশন ডেটা খতিয়ে দেখা হচ্ছে।
ভারতে করোনার দাপট
ভারতে ফের দাপট দেখাচ্ছে করোনার নয়া স্ট্রেন। ইতিমধ্যে কোভিড আক্রান্তের সংখ্যা আবড়ছে হুহু করে। মুম্বইতে করোনা আক্রান্ত হয়েছে ইতিমধ্যে মৃত্যু হয়েছে ২ জনের বলে জানিয়েছে বিএমসি।পাশাপাশি সারা দেশে বর্তমানে অ্যাকটিভ কোভিড আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে আড়াইশো পেরিয়েছে।মোট সংক্রমণ ২৫৭-এ পৌঁছেছে, যার মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গেছে কেরলে (৬৯টি নতুন কেস)। আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন (এএমসি) এর এক বিবৃতিতে বলা হয়েছে, গত পাঁচ দিনে আহমেদাবাদ শহরে মোট সাতজনের কোভিড-১৯ ধরা পড়েছে। তার মধ্যে রয়েছে ২বছরের শিশু থেকে থেকে ৭২ বছর বয়সী পাঁচ পুরুষ এবং দুজন মহিলা। ১৬ মে দুই বছরের এক শিশুর দেহে কোভিড ১৯ ধরা পড়ে। পাশাপাশি ১৫ বছর বয়সী এক কিশোরও করোনা পজিটিভ বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
-
May 21, 2025 14:21 IST
Kolkata News Live Updates: সাত সকালে শহরে তিন জায়গায় ইডির হানা
সাত সকালে শহরে তিন জায়গায় ইডির হানা। ডিজিটাল এরেস্ট এর ঘটনায় এই অভিযান ইডির। কালী কৃষ্ণ ঠাকুর স্ট্রিটে কমল সিং-য়ের বাড়িতে ইডি হানা। আগে তিনি তৃণমূল করতেন বলেই জানা গিয়েছে এখন বিজেপি করেন । একটি ঘরে ৪জন মহিলা আছেন সেখানেই তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা।
-
May 21, 2025 13:47 IST
Kolkata News Live Updates: আপাতত হচ্ছে না বাস ধর্মঘট
আপাতত হচ্ছে না বাস ধর্মঘট। পরিবহন দফতর ও পুলিশি হস্তক্ষেপে কাটল জট। ধর্মঘটের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এলেন বেসরকারি বাস মালিক সংগঠন।
-
May 21, 2025 11:48 IST
Kolkata News Live Updates: শহরের ২ জায়গায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিন
শহরের ২ জায়গায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিন। এজেসি বোস রোড ফ্লাই ওভার থেকে গ্রেফতার এক। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭এমএম পিস্তল। অপরদিকে তপসিয়ায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার আরও দুই।
-
May 21, 2025 11:36 IST
Kolkata News Live Updates: উত্তরবঙ্গে আজ প্রশাসনিক বৈঠক মমতার
উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনে আজ উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত থাকবেন উত্তরবঙ্গের আটটি জেলার প্রশাসনিক আধিকারিকরা— কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিন দিনের উত্তরবঙ্গ সফরে মমতা। নির্বাচনের আগে প্রশাসনিক কাজে গতি ও সরকারি প্রকল্পে জোর দেওয়াই তাঁর লক্ষ্য। আজকের বৈঠক থেকে উত্তরবঙ্গের উন্নয়নমূলক কাজের অগ্রগতি,সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পর্যালোচনা করা হবে বলে সূত্রের খবর।
-
May 21, 2025 11:36 IST
Kolkata News Live Updates: কলকাতায় বাস ধর্মঘট
আগামী ২২, ২৩ ও ২৪ মে শহরে বাস পরিষেবা বিঘ্নিত হতে চলেছে। একগুচ্ছ দাবি-দাওয়া নিয়ে তিন দিনের বাস ধর্মঘটের ডাক দিয়েছে বেসরকারি বাস ও মিনিবাস সংগঠনের একাংশ। সরকারি হস্তক্ষেপ ও আলোচনার পরেও সমস্যার সমাধান না হওয়ায় পথে নামার সিদ্ধান্তে অটল বাস মালিকরা। পুলিশি হয়রানি, রাস্তায় জুলুমবাজি বেড়েই চলেছে বলে অভিযোগ করেছেন তাঁরা। এই পরিস্থিতিতে তাঁদের রোজগার বন্ধ হওয়ার জোগাড়। বারবার প্রশাসনের সঙ্গে আলোচনার পরও কোনও ফল না মেলায় তাঁরা ‘অথৈ জলে’ পড়েছেন বলে দাবি বাস মালিক সংগঠনের।
-
May 21, 2025 10:45 IST
Kolkata News Live Updates: 'সবাই যোগ্য, একটাই অযোগ্য তিনি হলেন মমতা': শুভেন্দু
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, "সবাই যোগ্য, একজনই অযোগ্য—তিনি মমতা বন্দ্যোপাধ্যায়।" বিরোধী দলনেতার দাবি, "এসএসসি থেকে প্রাথমিক—সব ক্ষেত্রেই বহু চাকরিপ্রার্থী পরীক্ষায় পাস করে যোগ্য প্রমাণ দিয়েছেন। কিন্তু রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে অযোগ্যদের তালিকা আদালতে জমা দিচ্ছে না, যার ফলে ২৬ হাজার প্রার্থীর চাকরি বাতিল হয়েছে।"শুভেন্দুর কথায়, “অভিজিৎ গাঙ্গুলির রায় যদি রাজ্য মেনে নিত, তাহলে হয়তো ৭ হাজার চাকরি বাতিল হত, ১৯ হাজার প্রার্থীকে রাস্তায় বসতে হত না। মুখ্যমন্ত্রী তা মানেননি, কারণ তিনি নিজেই দুর্নীতিতে জড়িত এবং সেটা আজ প্রকাশ্যে চলে এসেছে”।
তিনি আরও বলেন, “প্রাথমিক নিয়োগেও সাদা খাতায় টাকার বিনিময়ে হাজার হাজার শিক্ষক নিয়োগ হয়েছে। অনেক পরীক্ষার্থী পাস করেও বঞ্চিত হয়েছেন। আমরা বারবার মুখ্যমন্ত্রীর কাছে যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছি, কিন্তু তিনি তা করেননি। কারণ তালিকা দিলে তার নিজের ভূমিকাই সামনে চলে আসবে।” -
May 21, 2025 08:45 IST
Kolkata News Live Updates: সাঁতরাগাছি রেল ইয়ার্ডে সিগন্যাল বিভ্রাট, হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে চূড়ান্ত ভোগান্তি
সাঁতরাগাছি রেল ইয়ার্ডে সিগন্যাল বিভ্রাটের জেরে চরম দুর্ভোগের মুখে যাত্রীরা। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে আটকে পড়েছেন বহু যাত্রী। বাতিল করা হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। অন্যদিকে, বেশ কয়েকটি ট্রেন ছাড়ছে নির্ধারিত সময়ের থেকে অনেক দেরিতে। ভোগান্তি পোহাচ্ছেন হাজার হাজার যাত্রী। ছুটি কাটিয়ে বাড়ি ফেরার পথে এমন সমস্যায় পড়ে ক্ষোভে ফেটে পড়েছেন যাত্রীরা। রেল সূত্রে খবর, সমস্যা সমাধানে দ্রুত কাজ চলছে। তবে ঠিক কতক্ষণে পরিস্থিতি স্বাভাবিক হবে, তা নিশ্চিতভাবে জানানো হয়নি রেলের তরফে।
-
May 21, 2025 08:43 IST
Kolkata News Live Updates: শহরের বুকে ফের শ্লীলতাহানির ঘটনা
শহরের বুকে ফের শ্লীলতাহানির ঘটনা। মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ তালতলা থানার অন্তর্গত লেলিন সরণীতে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, বাড়ি ফেরার পথে ওই তরুণীকে পেছন থেকে অনুসরণ করেন এক মাঝবয়সী যুবক। কিছুক্ষণ পরেই রাস্তার মধ্যেই তাঁকে হেনস্থা করেন অভিযুক্ত। আতঙ্কে চিৎকার জুড়ে দেন তিনি। তরুণীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে অভিযুক্তকে ধরে ফেলেন। তুলে দেওয়া হয় পুলিশের হাতে। জানা গিয়েছে ধৃত যুবক টিটাগরের বাসিন্দা।